তোমরা যারা এখনও জামায়াত-শিবির করছো
লিখেছেন লিখেছেন হতভাগা ১৩ ডিসেম্বর, ২০১৩, ১০:৪৯:২৪ সকাল
বহুল আলোচিত সেই ফাঁসি হয়ে গেল ।
৫ই ফেব্রুয়ারী যেটার রায় হয়েছিল যাবতজীবন তা ইমরান লাকীদের দূর্বার আন্দোলনে ১২ই ডিসেম্বর ফাঁসি হয়ে কার্যকর হয়ে গেল।
কাদের মোল্লা দেশবাসীর কাছে একজন ঘৃনিত রাজাকার হিসেবে চিন্হিত হয়ে ছিলেন । বাংলাদেশের তরুণ প্রজন্ম স্বাধীনতার ব্যাপারে আপোষহীন এবং জামায়াত-শিবিরের ব্যাপারে রিদয়হীন ।
অথচ শিবিরের এই কচি কচি পোলাপানদের দেখলে আফসোস হয় এই কারণে যে তারা শুধু শুধুই একটা দলের অন্ধ সমর্থন করেছিল , প্রাণ দিচ্ছিল যারা বাংলাদেশের বিপক্ষে ছিল সবসময়ই।
স্বাধীন হবার পরও তারা বাংলাদেশের খেয়ে পড়ে চলেছে , কিন্তু একটি বারের জন্যও তারা তাদের কৃত কর্মের জন্য ক্ষমা চায় নি । বরং তাদেরকে এখনও দম্ভ করতে দেখা যায় ।
তাই ২০০৮ সালের নির্বাচনে জননেত্রীর ওয়াদা ছিল যে তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন । এতে তিনি সফলতার পথেই আছেন । এমন কি যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য , জাতিসংঘ , ই ইউ , তুরস্ক (খামাখা কালার হলো) এর দুতিয়ালীও জননেত্রীর দৃঢ়তাকে টলাতে পারে নি ।
সামনে তো আরও বড় বড় নেতা আসছে ঝুলতে ।
তাই ব্লগের যারা জামায়াত মনঃষ্ক আছেন তারা আজ থেকেই ফিরে আসুন বাংলাদেশের কাছে , মনে স্থান দিন বাংলাদেশকে ।
কাল শহীদ বুদ্ধিজীবী দিবস , দুদিন পরেই বিজয় দিবস ।
আসুন ,এই দুটি দিনকে কাজে লাগান । দেখিয়ে দিন জামায়াত বদলে গেছে , শিবির বদলে গেছে । তারা এখন আর বাংলাদেশ বিরোধী কোন দলের নাম/সংগঠন না । তারা এখন বাংলাদেশকে ভাল বাসতে চায় । মিশে যেতে চায় বাংলাদেশের মানুষের মূলস্রোতের সাথে ।
সেই স্রোত যা ৭১ এ তৈরি হয়েছিল ।
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন