কান্নারা কোথা থেকে এসে যে ভড় করল বুঝতে পারলামনা।

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৯:৪৭:৫০ সকাল



রিয়াদের হোটেল আন্দালুসের এক কক্ষে ফযরের নামায আদায় করলাম। সূরা ফাতেহা শুরু করতেই কান্নারা কোথা থেকে এসে যে ভড় করল বুঝতে পারলামনা। কান্নার তোড়ে তেলাওয়াত আগাচ্ছিলনা ওদিকে ফজরের সময়ও সীমিত তাই বাধ্য হয়েই সূরা তওবার ১১১-১১২ নং আয়াত এবং সূরা ইখলাস দিয়েই নামায শেষ করতে বাধ্য হলাম।

হে রব!তুমিতো প্রতিটি মুমিনের দিলের অবস্থা জান। শহীদ আব্দুল কাদের মোল্লা (রঃ) যে নির্দোষ সেটা তুমি তোমার গোলামদের চেয়েও ভালো জান। তোমার ক্ষমতা তুমি প্রতিষ্ঠিত করেছে। ওরা তিনদিন পূর্বেই খুণ করতে চেয়েছিল কিন্তু তোমার অনুমোধন না থাকায় তা পারেনি।

হে মাবুদ! শহীদ আব্দুল কাদের মোল্লা (রঃ) কে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান কর আর যালিমদের দুনিয়া ও আখেরাতে উপযুক্ত শাস্তি দাও। শহীদ আব্দুল কাদের মোল্লা (রঃ)এর জীবন দানের বিনিময়ে এ দেশকে তোমাকে সেজদা দানের জন্য কিয়ামত পর্যন্ত কবুল কর। আমীন।

বিষয়: বিবিধ

১৫৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File