পরীক্ষা

লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১০:২৭:৪৯ রাত

পরীক্ষা

আজকে রাতের ভাবনা

পথ খুঁজে পায় না,

ঘুম কেন আসে না

কল কাকলির কান্না।

পড়ায় মন বসেনা

প্রশ্নের উত্তর পায়না,

মাথায় ভীষন যন্ত্রনা

মিছামিছি কল্পনা।

পেটে ক্ষুধা সয়না

ভানুর উদয় হয়না

দাদুর কাছে বায়না

এনে দাও খেলনা।

পাঠশালা যাব না

পন্ডিত মার খাবনা

মনের আনন্দ পাইনা

কারো বাঁধা মানব না।

কচি মুখের হাসি

সবাই ভাল বাসি

সুখের স্বপ্ন দেখি

আনন্দ উল্লাসে থাকি।

তাল পুকুরের পাড়ে

ছনে বাঁধানো ঘরে

গ্রাম বাংলার মাঠে

খোকন সোনা ছোটে।

রাখাল ছেলের মত

ফলায় ফসল কত

ভরব গোলা ধানে

মাতৃ ভূমির টানে।

ভরব পুকুর মাছে

বাগান ভরা গাছে

দূর্বা কোমল ঘাসে

শুয়ে নিদ্রা আসে।

এলো মেলো ভাবনা

মনের কষ্ট পাবনা

মনকে দিই সাত্ত্বনা

অলস হয়ে থাকবনা।

যত ছিল ইচ্ছে

লিখে দিলাম কেচ্ছা

আর কিসের ভাবনা

পাশ মার্ক কি পাবনা?

আজকে রাতের ভাবনা

পথ খুঁজে পায় না,

ঘুম কেন আসে না

কল কাকলির কান্না।

পড়ায় মন বসেনা

প্রশ্নের উত্তর পায়না,

মাথায় ভীষন যন্ত্রনা

মিছামিছি কল্পনা।

পেটে ক্ষুধা সয়না

ভানুর উদয় হয়না

দাদুর কাছে বায়না

এনে দাও খেলনা।

পাঠশালা যাব না

পন্ডিত মার খাবনা

মনের আনন্দ পাইনা

কারো বাঁধা মানব না।

কচি মুখের হাসি

সবাই ভাল বাসি

সুখের স্বপ্ন দেখি

আনন্দ উল্লাসে থাকি।

তাল পুকুরের পাড়ে

ছনে বাঁধানো ঘরে

গ্রাম বাংলার মাঠে

খোকন সোনা ছোটে।

রাখাল ছেলের মত

ফলায় ফসল কত

ভরব গোলা ধানে

মাতৃ ভূমির টানে।

ভরব পুকুর মাছে

বাগান ভরা গাছে

দূর্বা কোমল ঘাসে

শুয়ে নিদ্রা আসে।

এলো মেলো ভাবনা

মনের কষ্ট পাবনা

মনকে দিই সাত্ত্বনা

অলস হয়ে থাকবনা।

যত ছিল ইচ্ছে

লিখে দিলাম কেচ্ছা

আর কিসের ভাবনা

পাশ মার্ক কি পাবনা?

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File