হেডফোন.................

লিখেছেন লিখেছেন মহাজাগতিক শয়তান ১০ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:২৪:১৭ সকাল

তোর কানে কী?

-হুম?

তোর কানে কী!!

-বাবা এটা হেডফোন।

হেডফোন বুঝলাম। সারাদিন এই হেডফোন তোর কানে কেন থাকে? আমি মূল ঘটনা জানতে চাই।

-বাবা আমি গান শুনতে পছন্দ করি। গান না শুনলে আমার ভাত হজম হয়না।

সুহা মিথ্যা বলেছে। গানের সাথে ভাত হজমের কোন সম্পর্ক নেই। মেয়েটা হেডফোনে শুধু গান শোনেনা। ফিসফিস করে কথাও বলে। হোসেন সাহেব একদিন সেইসব ফিসফিসের কিছুটা শুনতে পেয়েছেন। মেয়ে বারান্দায় ছিল। হোসেন সাহেব দু একটা কথা শুনেই হার্ট বিট মিস করেছেন। তার মেয়ে কাকে যেন বলছিল-

“জান পাখিটা তুমি কী কর”

তিনি ছোটবেলায় রাক্ষসের গল্পে জানপাখির নাম শুনেছিলেন। সেই জানপাখি কুয়ার ভেতর থাকা ব্যাঙ এর পেটে থাকে। ব্যাঙ এর গলা টিপে দিলে রাক্ষসের জান শেষ। তারমানে তার মেয়ে যাকে জানপাখি বলেছে তার মাঝে লুকিয়ে আছে মেয়ের জীবন! এমন হবে কেন! তিনি মেয়েকে কষ্ট করে পড়ালেখা করাচ্ছেন অন্যের পেটে জীবন লুকিয়ে রাখতে!

হেডফোন খোল।

-কিছু বলবে বাবা?

হ্যাঁ তোর সাথে আমার কথা আছে।

-বলে ফেল। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি টেনশনে আছ।

আমার টেনশন নিয়ে তুই ভাবিস!

-ভাববোনা কেন! দুনিয়ায় আমার একটাই বাবা। বাবার টাকায় বিবিএ করছি। তুমি টেনশনে থাকা মানে আমার স্টুডেন্ট লাইফের টেনশন।

এছাড়া আর কোন টেনশন নেই!

-থাকবেনা কেন। আছে।

তোর বাবার ইচ্ছে নিয়ে ভাবিস?

-ভাবি। তোমার ইচ্ছে মেয়ে ভাল মত পাশ করুক। পাশ করে বিয়ে করুক। আমার আর কয়েকটা সেমিস্টার আছে। এরপর আমি বিয়ের পিঁড়িতে বসে বাদাম খাবো।

-বাদাম কেন?

বাদাম খেলে ত্বক ভাল থাকে। এখন যাই বাবা। আমার পড়তে হবে। কালকে মিডটার্ম।

মেয়ে আবারো মিথ্যা বলেছে। তার ত্বক যথেষ্ট ভাল। তাছাড়া সে রাতের বেলা পড়াশোনা করে। সবাই ঘুমিয়ে গেলে গুনগুন শব্দ করে পড়ে। স্কুলে থাকতে এ নিয়ে বকা দিতেন। এখন দেন না। বকা দেয়ার রাস্তা বন্ধ। মেয়ে সবসময় ভাল রেজাল্ট করে।

তবে এবার শুধু ভাল রেজাল্টে হোসেন সাহেব চুপ করে থাকবেন না। অনেক সহ্য করেছেন। টেনশনের মাত্রা বেড়ে গেছে। জানপাখির সাথে নতুন করে বাদাম যোগ হয়েছে।

বাদাম কোন খাবারের ক্যাটাগরিতে পরে না। বাদাম হলো শয়তানের খাবার। এই ধরণের শয়তান প্রেমিক প্রেমিকার মাঝখানে একঠোঙ্গা বাদামের ভেতর আরাম করে বসে থাকে..............................................

বিষয়: সাহিত্য

২০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File