ফুলশয্যার রাতে.....১০+
লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ১০ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:১৯:৫২ সকাল
আসুন দেখে নিই বাসর রাতে কোন ধরনের লোক কি কথা বলে :P
১) গান্ধীজীর বৌ = “ বিয়ের রাত
পবিত্র রাত, আজ উপোষ ।“
২) বিদ্যাসাগরের বৌ=“ হ্যাঁগা,
আমি বেধবা হলে আমার আবার বে হবে?”
৩) রবীন্দ্রনাথের বৌ= “ আজ সারারাত
ধরে আমাকে নোতুন বৌঠানের
কথা শোনাও।“
৪) সেক্সপীয়রের বৌ = “ কি ভাবছো, এই
মধুরাতে TO BE ORNOT TO BE ।“
৫) শাজাহানের বৌ = “ আজ আমায় দেখাও
তোমার স্বপ্ন, দেখাওতাজমহলের
নকশা ।“
৬) আর্কিমিডিসের বৌ= ( দরজায় খিল
দিয়ে ) কি জানি বাপু !কখন
“ইউরেকা ইউরেকা “বলেছুট লাগাবে !”
৭) লেনিনের বৌ = “ এই বুঝলাম, বন্দুকের
নলই ক্ষমতার উৎস ।“
৮) পুলিশের বৌ “ আজ বুঝলাম, পুলিশের
অত্যাচার কাকে বলে!”
৯) চোরের বৌ = “ খবরদার, গায়ে একদম
হাত দেবে না, সব গয়নাআমার বাবার
দেওয়া ।“
১০) গোয়ালার বৌ = “ ওগো, তোমার
দেওয়া দুধের ঢাকনা জোড়া খুব সুন্দর !”
১১) জুলিয়েট = “প্রেমের
শিরোমণি রোমিও // তোমার স্পীড কেন
হোমিও?”
১২)বর্তমান ছেলের বউ = “ সত্যিকরে বলতো, এই
বিয়ের আগে কটা মেয়েকে ঠকিয়ে ছ?”
“ কি যা তা বলছ?”
“ ঠিক আছে, ঠকিয়েছ ঠকিয়েছ বেশ করেছ,
কিন্তু মাথায় হাতদিয়ে বলত...কারোর
সর্বনাশ করোনি তো ?
http://Www.facebook.com/rrbzlove/
বিষয়: বিবিধ
১৭৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন