আমি মনে প্রানে ফাকিস্তানী । আমার মাতৃভাষা হিন্দী । I AM A FUCKING BANGLADESHI.

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৮:৫৩ দুপুর

আজ এলাকায় একটা বিয়ে হচ্ছেঃ

সেখানে প্লে হওয়া গানঃ

১। লুংগি ড্যান্স ।

২। পানি পানি কইরা একটা চিল্লানি ।

৩। বাঙালী নয়া জাতীয় সংগীত টুম হি হো !

শেষে একটা বাংলাগান প্লে অইছেঃ

ও বন্ধু লাল গোলাপী ।

ইশ ভাবতেছি মিস হইয়া গেল । যাই একটু কোমর দুলায় আসি ।

ভারত একটি উপকারী রাষ্ট্র । তাদের কল্যানে এতগুলো আইটেম সং পেয়েছি ।

নেচে নেচে কোমর ব্যথা করেছি ।

এটাই বাস্তবতা ।

মুখে বলি আর ফেবুতে স্ট্যাটাস যতই দেই ।

বিয়েতে কিন্তু হিন্দী গান ছাড়া চলে না আমাদের ।

এমন একটা বিয়েও নজরে পড়েনি যে একটি হিন্দী গান বাজানো হয়নি ।

বাড়িতে স্টার জলসা ,স্টার প্লাস ।

তারা চানি লিয়নকে লায়ন বানাতে পারে । পর্ণস্টারকে স্টার বানাতে পারে ।

একদিন বাংলাদেশের জাতীয় ধ্বনি হবেঃ জয় হিন্দ !

ডোরেমন প্রজন্মের পোলা পাইনরা বাংলা বুঝে না। হিন্দীতে তর্জমা করা লাগে।

আজকাল বাংলাদেশকে ভারতের অংগরাজ্য মনে হয়। আহা ট্রানজিট।

আমরা পূর্ব ভারত হয়ে গেছি , যেখানে পশ্চিম ভারত গুলি করে ঝুলিয়ে রাখে তারকাঁটায় ।

বিচার হবে কি রে ?ওরা তো দুষ্টামি করেছে ।

অবিলম্বে , সীমান্তের বেঁড়া উঠিয়ে বাংলাদেশকে ভারতের সাথে জুড়ে দেয়া হোক ।

আমি উর্দু আর হিন্দীতে পার্থক্য বুঝি না ।

বাংলাদেশ যদি ভারতের প্রদেশ হয়ে যায় বিপদে পড়ে যাবো ।

১৭৪৭ সালের ফারসী জানা মুসলিমরা যেমন ইংরেজী না জানায় হেনস্তা হয়েছিল ।

তাই ,

হিন্দী শিখতে চাই ।

কিন্তু ,

শহীদ মিনারটা কি করবেন ?

চারিদিকে পাথরের দেয়াল বানিয়ে দিন। কেউ জানবে না ঐ লাল সূর্যে ৩০ লক্ষ শহীদের নাম ।

সত্যি কইতাছিঃ

আমি মনে প্রানে ফাকিস্তানী । আমার মাতৃভাষা হিন্দী ।

I AM A FUCKING BANGLADESHI.

[বিঃদ্রঃ পড়বেন । বুঝবেন । তারপর মন্তব্য করবেন ]

বিষয়: বিবিধ

১৯২২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180241
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
180271
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
রাইয়ান লিখেছেন : আপনার কথাগুলো এত সত্য যে আমি মন্তব্যে আর নতুন করে কি বলব বুঝতে পারছিনা। কি কপাল আমাদের !
180302
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
ইমরান ভাই লিখেছেন : কি যে বলবো বুঝতে পারছিনা Day Dreaming Day Dreaming
180312
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ
180323
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
অজানা পথিক লিখেছেন : অসাধারন পোষ্ট্ ।
আমি কিন্তু হুদাই মন্তব্য করিনি। পড়েই করেছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File