মৃত্যুর দেড় বছর পর এবার স্বর্গ থেকে স্বশরীরে এসে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে গেলেন: সাধন সাহা।
লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ১০ জানুয়ারি, ২০১৪, ১২:৩০:৫৪ দুপুর
হিন্দু ধর্মীয়
শাস্ত্রে অশ্বরীরী আত্মার
উপস্থিতির
বিশ্বাসকে হার
মানিয়ে মৃতব্যক্তি ভোটকেন্দ্রে হা
হয়ে ভোট দেয়ার ঘটনায় তার
পরিবারের
সদস্যরা ও
অন্যরা বিস্ময়ে হতবাক হয়ে পড়েন। এই
ভুতুড়ে ভোট প্রদানের ঘটনা ঘটে গত
রোববার সকাল
সাড়ে ১০টায়
নেত্রকোনা পৌরসভার
নাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
ভোটকেন্দ্রে।
জানা যায়, প্রহসনমূলক এই নির্বাচনের
দিন দুপুরে নাগড়া নিবাসী মৃত সাধন
সাহার
পরিবারের
সদস্যরা ভোট
দিতে নাগড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়
ভোটকেন্দ্রে যান। ভোটার
লিস্টে মৃত
সাধন
সাহার দস্তখত দেখে তাদের সন্দেহ
হলে ভোট দেয়ার
বিষয়টি জানতে চাইলে কর্তব্যপরায়ন
প্রিজাইডিং অফিসার প্রমাণস্বরূপ
তাৎণিকভাবে ভোটার
লিস্টে দস্তখত
দেখিয়ে স্বগর্বে বলে উঠেন,
‘এই দেখেন সাধন
সাহা নিজে এসে ভোট
দিয়ে গেছেন।’
প্রিজাইডিং অফিসারের
এমন
বক্তব্যে উপস্থিত সবাই
বিস্ময়ে হতবাক
হয়ে পড়েন। তখন পরিবারের
সদস্যরা চ্যালেঞ্জ করে বলেন,
দেড় বছর আগে মারা যাওয়া স্বর্গীয়
ব্যক্তি কিভাবে এসে ভোট
দিয়ে গেলেন?
তখন
একবারে চুপসে যান করিৎকর্মা ওই
প্রিজাইডিং অফিসার।
বিষয়: বিবিধ
২৪৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন দেখি ভস্ম হয়ে গিয়েও আসছে !
মন্তব্য করতে লগইন করুন