আমি তেলাপোকা!
লিখেছেন লিখেছেন মহাজাগতিক শয়তান ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৩৮:৫৩ বিকাল
-একটু ডিস্টার্ব করি?
-কে?
-আমি এ ঘরেই থাকি।
-কেন?
-আপনাদের মেসটা থাকার জন্য ভালো।
-কে?
-বারবার কে কে করবেন না। এতে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয়। আমি একটা তেলাপোকা। আমার নাম উবুলুশ।
-উবুলুশ কোন মানুষের নাম হতে পারে!
-আমি মানুষ না জনাব। আমি তেলাপোকা।
-আই হেইট তেলাপোকা।
-জি আমি জানি। তবে আপনাকে আমার ভালো লাগে।
-আমি মানুষ। সৃষ্টির সেরা জীব। তোমার ভালো লাগাতে কিছু যায় আসেনা। আই উইল বিট ইউ টিল টু ডেথ।
-কেন ভালো লাগলে জানলে আপনি মারতে পারবেন না। মন নরোম হবে।
-আমি শুনতে চাচ্ছিনা।
-আপনি শুনতে চাচ্ছেন। কারণ আজ আপনাকে একজন খারাপ বলেছে। এখন আপনি চাইছেন কেউ আপনাকে ভালো বলুক।
-তুমি আমাকে ভালো বলবে!
-না। তবে আপনার মূল সমস্যা কোথায় তা আমি জানি।
-কোথায়?
-বলা যাবেনা। সরাসরি প্রশংসা করা ঠিক না।
-কী চাচ্ছ আমার কাছে?
-একটু প্রশংসা।
-তুমি প্রায় পাখির মত। তবে ঠিক পাখি না।
-আপনিও প্রায় মানুষের মত। তবে ঠিক মানুষ না।
-চা খাবে?
-চা খাইনা। আলো খাই। আপনি লাইটটা কখন জ্বালাবেন?
-জানিনা।
-অন্ধকারে বেশিক্ষন থাকা ঠিক না।
-কেন?
-আমি একসময় খুব পরিচিত ছিলাম। অন্ধকারে থেকে আমি আজ নিজের কাছেই অপরিচিত।
-তুমি এতে দুঃখ পাচ্ছ উবুলুশ?
-আপনি আমার নাম মনে রেখেছেন। আমি সুখি।
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন