আমাকে বল আমায় বল
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৩৮:১৮ বিকাল
জটাধারী জেমসকে ভেবে কেন তোমার চোখ ছলছল
আমাকে বল!
নামহীন নেশায় পড়ে কেন দৃষ্টি ঢলঢল
আমাকে বল!
কার ছোবলে স্বপ্নদের বংশ বিষাক্ত হল
আমাকে বল!
ভিড়ভাট্টার ঠেঠামীতেও কেন একা মোমের আগুন জ্বলো
আমাকে বল!
মেগাবাইট মনে গিগাবাইট দুঃখ, হঠাৎ কী করে হলো?
আমাকে বল!
আগস্ট মাসের উইশ, করছ সেপ্টেম্বরে- কি হলো, কী হলো!
আমায় বল!
কেন তোমায় দেখে সৌদি-শাহজাদাদের গদি টলমল
আমাকে বল!
দয়াল ছেড়ে দস্যু-দানবেরে কেন করছ ফলো
আমাকে বল!
ঈগল হয়ে ছোঁ মারি, তবু কেন উদাসী চলো
আমাকে বল!
কেন এমন রঙের দ্বিধা, ভেতরে কালো বাইরে ধলো
আমাকে বল!
ভরা আড্ডায় কেন গুনগুন, জেমসের 'বিরহী সলো'
আমাকে বল!
আঁতকা শুনি হিসাব-নিকাশ, কত এলো কত গেলো- কী হলো?
আমায় বল!
বিষয়: বিবিধ
৯০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন