মোবাইলের আসল-নকল চেনার সহজ উপায়

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১০ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৮:১১ দুপুর



আপনার হাতের মোবাইল সেটটি আসল না নকল কিংবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনে নিন শুধু একটি কোড টাইপের মাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#০৬# চাপুন সঙ্গে সঙ্গে ১৫ সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি নাম্বার আসবে।

এখন সপ্তম এবং অষ্টম নাম্বারের দিকে খেয়াল করুন। যদি ৭তম এবং ৮তম ০২ বা ২০ হয় সে ক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ, ০৮ বা ৮০ হয়ে থাকে তবে হ্যান্ডসেটটির কোয়ালিটি হবে মানসম্মত, ০১ বা ১০ হলে খুব ভালো, ০০ হলে হ্যান্ডসেটটি প্রধান কারখানার তৈরি এবং ১৩ হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ এবং এটি আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।

বিষয়: বিবিধ

১৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File