প্রসঙ্গ ওহাবী সুন্নি ওবায়দুল্লাহ সোহেল
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৭:৫০ সকাল
প্রশ্ন: ওয়াহাবী, সুন্নি
বিষয়টা কি???
.
আসলে আপনি যে প্রশ্নটা
করেছেন সেটা বোঝার
জন্য দীর্ঘ আলোচনার দরকার ৷
.
"ওয়াহাবী" শব্দটা এসেছে
বর্তমান সৌদী আরবের
যিনি একজন সংস্কারক
ছিলেন তিনি ১৭০০ সালের
মাঝামাঝি জন্মগ্রহণ করেন
এবং আমার যতটুকু মনে পড়ে
১৭৯০-১৭৯৫ এর দিকে তিনি
মৃত্যুবরণ করেন ৷
.
এই মুযাদ্দিদ বা সংস্কারক তিনি
বিদআতের বিরুদ্ধে ছিলেন ৷
তার কর্মের ভূল এুটি থাকতে
পারে ৷ তবে তিনি বিদআত
বিরোধী ছিলেন ৷
.
পরবর্তীতে সারা
দুনিয়াতে যেকোন মানুষ
বিদআতের বিরোধীতা
করলেই তাকে "ওয়াহাবী"
বলা হয় ৷ ওয়াহাবীয়াতের
কোন ডেসক্রিপশন নেই ৷
.
যেখানে কেউ মুনাজাত
না করে তাকে ওয়াহাবী
বলা হয়, অনেক জায়গায়
আছে ধূমপান না করলে
তাকে ওয়াহাবী বলা হয়,
কোথাও আছে খুব সুন্দর
কিরআত পড়লে তাকে
ওয়াহাবী বলা হয় ৷
.
অর্থাৎ সমাজের ঐ প্রচলনের বাইরে
যে ব্যক্তিটা গেল সেই
ওয়াহাবী ৷ এটা হল
অনেকটা মুহাম্মাদ
রাসূলুল্লাহ সাল্লালাহু
আলাইহি ওয়াসাল্লাম যখন
দ্বীন প্রচার করতে লাগলেন
.
সমাজের মানুষেরা তার
কোন কথাকে খারাপ বলতে
পারল না ৷ দাওয়াতটা সবই
ভাল ছিল ৷ তাহলে আমরা
কিভাবে মানুষদেরকে
নিষেধ করব ওর কাছে যেও
না ৷ বলল যে সে "সাবে'ই"
হয়ে গেছে সাবা আ
মুহাম্মাদ ৷ "সাবে'ই" মানে
আমাদের বাপ-দাদার
প্রচলিত ধর্ম ত্যাগ করে নতুন
একটা ধর্ম নিয়ে এসেছে ৷
.
একটা গালি মাএ ৷ ঠিক
"ওয়াহাবী" শব্দটা একটা
গালিতে পরিণত হয়েছে ৷
মূলত ওয়াহাবী বলে কিছু
জিনিস নেই ৷ কুরআন সুন্নাহ মত
যারা চলে সমাজে
দেখবেন যারা কুরআন
মানতে চায়, সহীহ্ সুন্নাহ
মানতে চায় রাসূল সা: এর
অনুসরণ করতে চায়, যারা
বিদআতকে ভালবাসেন
তারা তাদেরকে
ওয়াহাবী বলে গালি দেন ৷
.
আমরা সবাইকে অনুরোধ করব
যে ব্যক্তি মুহাম্মাদ সা: এর
অনুসরণ করতে চান তাকে
আপনারা কেন গালি দেন
তাহলে তো নবীজী সা:
কে গালি দেয়া হয় ৷ এটা হল
মূল থিমটা ৷
.
ওয়াহাবী বলে
মূলত কিছু নেই ৷ কেউ বলে
ওয়াহাবীরা ওলি-
আওলিয়াদেরকে অস্বীকার
করে, কেউ বলে
ওয়াহাবীরা রাসূল সা:
মানে না ৷
.
আসলে একথাগুলো সবই ভূল কথা ৷
মূলত যাদেরকে আমরা
ওয়াহাবী বলি তারা সবই
মানেন ৷ তারা মাযহাবও
মানেন, তারা সুন্নাত
মানেন, তারা ওলি-
আওলিয়াদের মানেন এবং
তারা কেউই মুহাম্মদ ইবনে
আব্দুল ওয়াহাবের ভক্ত নয় ৷
কিন্ত তারা বিদআতের
বিরোধিতা করেন
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূলত কিছু নেই ৷ কেউ বলে
ওয়াহাবীরা ওলি-
আওলিয়াদেরকে অস্বীকার
করে, কেউ বলে
ওয়াহাবীরা রাসূল সা:
মানে না ৷
.
আসলে একথাগুলো সবই ভূল কথা ৷
মূলত যাদেরকে আমরা
ওয়াহাবী বলি তারা সবই
মানেন ৷ তারা মাযহাবও
মানেন, তারা সুন্নাত
মানেন, তারা ওলি-
আওলিয়াদের মানেন এবং
তারা কেউই মুহাম্মদ ইবনে
আব্দুল ওয়াহাবের ভক্ত নয় ৷
কিন্ত তারা বিদআতের
বিরোধিতা করেন
ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন