মুসলিম নামের মুনাফিক গুলোর মাঝে মানবতাবোধ টুকু নেই ?
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০২ আগস্ট, ২০১৪, ১০:৪৯:৪৭ রাত
পারমাণবিক বোমা নিয়ে বসে আছে পাকিস্থান,
বিশ্বের সর্ববৃহৎ তেলের ভান্ডার
নিয়ে বসে আছে সৌদি আরব,কাবা ঘরের
চাবি নিয়ে ধর্ম ব্যবসা করছেন
বাদশা আবদুল্লাহ,
আরব আমিরাত ব্যস্থ
বাণিজ্য আর সুউচ্চ
অট্রালিকা নিয়ে,
১২০ টন সোনায়
গা ভাসিয়ে দিয়েছে কুয়েত,কাতার
ব্যস্ত ২০২২ বিশ্বকাপ আয়োজন
নিয়ে!
(বাকিদের কথা আর নাই বল্লাম)
আর
অপরদিকে ইসরাইলি তান্ডবে বিলীন
হয়ে যাওয়ার পথে গাজার মুসলিম
জনপদ|কারো কোন
মাথা ব্যথা নেই!
কেউ কেউ আবার সাফাই
গাইছে ইহুদীদের পক্ষে!
অপরদিকে লাতিন আমেরিকার
সমাজতান্ত্রিক দেশগুলো বিশেষ
করে ব্রাজিল,বলিভিয়া
,পেরু,ভেনিজুয়েলা
প্রভৃতি দেশগুলো ইসরাইলকে সন্ত্রাসী রাস্ট্র
আখ্যা দিয়ে সাধ্যমত প্রতিবাদ
করছে,সাহায্য করার ঘোষণাও
দিয়েছে গাজাবাসীকে| অথচ
তারা মুসলমানও নয়,নয়
গাজাবাসীর
রক্ত সর্ম্পকীয় কেউও,নিছক
মানবতাবোধ থেকেই
এটা করেছে তারা!বড়ই
পরিতাপের
বিষয় আমাদের এই মুসলিম নামের
মুনাফিকগুলোর
মাঝে সে মানবতাবোধটুকুও নেই!
হে আল্লাহ ইহুদীদের
পাশাপাশি এই
মুনাফিকগুলোরও বিচার
করো তুমি!
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন