ফিলিস্তিনী মালালাদের দেখার কেউ নেই ----------------------------------------

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০২ আগস্ট, ২০১৪, ০৯:২৩:১৯ রাত



আশির দশকে উত্তর আটলান্টিকের বুকে একটি নীল তিমি বড়ফে আটকা পড়ার কারণে আমেরিকা বিমান পাঠিয়েছিল তিমিটিকে উদ্ধার করার জন্য। পাকিস্তানের সভ্যতা সংস্কৃতি ও সাধারণ জীবনাচারের বিরোধী এক উদভ্রান্ত বালিকার নাম মালালা-তার উপর হামলা করেছিল তালেবানরা। তাকে নিয়ে আমেরিকাসহ গোটা পৃথিবী মাতোয়ারা হয়েছিল। আজ ফিলিস্তিনে অসংখ্য মালালা প্রতিদিন শুধু আহত নয় বরং ইসরাইলী নরপশুদের নির্মমতায় শহীদ হচ্ছে। ফিলিস্তিনী মালালাদের দেখার কেউ নেই। যারা একটি তিমিকে বাঁচানোর জন্য আটলান্টিকের বুকে বিমান পাঠায়, যারা একজন মালালাকে বাঁচানোর জন্য গোটা বিশ্বব্যাপী তোলাপাড় সৃস্টি করে তারাই প্রতিদিন ফিলিস্তিনে অসংখ্য মালালাকে হত্যার জন্য প্রকাশ্য সহায়তা প্রদান করে। হায়রে মানবতা-হায়রে মানবাধিকার। পশ্চিমা গণতন্ত্র এবং মানবাধিকার শুধুমাত্র ওদের নিজেদের বেঁচে থাকার জন্য অন্য কারো অধিকার রক্ষার জন্য নয়।

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250244
০২ আগস্ট ২০১৪ রাত ০৯:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফিলিস্তিনি মালালা যে তাদের কাজে আসে না ভাই তাই
০২ আগস্ট ২০১৪ রাত ১০:৫৮
194503
সুন্দরের আহবান লিখেছেন : right-
250246
০২ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৪
হতভাগা লিখেছেন :


ফিলিস্তিনি মালালারা যখন নিহত হচ্ছিলো , আসল মালালা তখন ক্রিকেট খেলার তালিম নিচ্ছিলো ।
০২ আগস্ট ২০১৪ রাত ১০:৩৮
194498
আবু জান্নাত লিখেছেন : পিলাচ, অনেক ধন্যবাদ।
০২ আগস্ট ২০১৪ রাত ১০:৫৮
194504
সুন্দরের আহবান লিখেছেন : ও নাকি মানবাধিকার কর্মী- কোথায় ওর মানবাধিকার
250254
০২ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৩
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : একটু ভুল বললেন। মালালার উপর কোন তালেবানী হামলা হয়নি। ওবামার দিতীয়বার নির্বাচনের আগে ওটা ছিল আমেরিকার সাজানো নাটক। হামলা হয়েছিল আমেরিকার নির্দেশেই। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ওবামাকে আরেকবার দরকার- সেটা প্রমাণই ছিল ওই মালালা নাটকের মূল উদ্দেশ্য। আর এটা যদি বুঝে থাকি তাহলে- ফিলিস্তিনের মালালারা কেন জরুরী নয়, সেটা ক্লিয়ার।
০২ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
194496
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : ওরা ভাই সাপুরে!! সাপ তাদের পোষা!সেই সাপ দিয়েই ওরা ব্যবসা করে!!
০২ আগস্ট ২০১৪ রাত ১০:৫৯
194505
সুন্দরের আহবান লিখেছেন : একমত
০২ আগস্ট ২০১৪ রাত ১০:৫৯
194506
সুন্দরের আহবান লিখেছেন : একমত
০২ আগস্ট ২০১৪ রাত ১১:৫১
194510
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নতুনভাবে আমি আর মন্ত্য করছি না, আপনার কথাই সটিক। এ নিয়ে গত দেড় বছর আগে আমি একটি লম্বা আর্টিকেল লিখেছিলাম। কয়েকজন ইসলাম দরদীর! সাথে আমার দীর্ঘ বিতর্ক হয়েছিল। আমি যুক্ত প্রমান দিয়ে তাদেরকে বাঝানোর চেষ্টা করেছিলাম।
250264
০২ আগস্ট ২০১৪ রাত ১০:৩৬
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : ওরা তো বিশ্বাসঘাতক!
মুসলমানদের অঘোষিত শত্রু ইহুদি নাসারা।
ওদের যে দেয় স্থান,
দ্বিধাবোধ করেনা, করতে তাদের অপমান।
ওরা যে নরখাদক,
মুসলমানের রক্ত করে যে পান।
০২ আগস্ট ২০১৪ রাত ১১:০০
194507
সুন্দরের আহবান লিখেছেন : right
250265
০২ আগস্ট ২০১৪ রাত ১০:৩৬
আবু জান্নাত লিখেছেন : একমত, অনেক ধন্যবাদ
250271
০২ আগস্ট ২০১৪ রাত ১১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মালালা তাদের ব্যাবসার উপকরন ছিল। তাই তার দরকার।
250279
০২ আগস্ট ২০১৪ রাত ১১:৫২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধন্যবাদ পিলাচ
250290
০৩ আগস্ট ২০১৪ রাত ১২:২৯
সন্ধাতারা লিখেছেন : I do agree with you vhaiya. Jajakallahu khair.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File