বাংলাদেশের হালচাল
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নজরুল ইসলাম ৩১ অক্টোবর, ২০১৩, ০২:১৭:৫২ রাত
স্বাধীন বাংলাদেশে আজ যে আইনের ব্যপক অপব্যবহার হচ্ছে ,তার পেছনে রয়েছে বিভিন্ন রাজনৈতিক,গোষ্টিগত,পেশাগত,ব্যক্তিগত,বিদ্বেষ।তার সাথে রয়েছে বাম নাস্তিকদের উস্কানি এবং মিডিয়ার পক্ষপাত, আজকের এই মিডিয়া একটি দলের পক্ষে কাজ করতে গিয়ে ,দেশের নবীন প্রবীন থেকে শুরু করে কোমলমতি শিশুদের পযৃন্ত তৈরী করেছে ইসলামের বিরোধীতা করার মনোভাব ।এই মিডিয়া আধুনিকতার নাম ঘর থেকে নারীদের বের করে কেডে নিয়েছে তাদের শালিন পোষাক,তাদের মধ্যে তৈরী করে দিয়েছে পৃদাহীন অশালীন চলাপেরা করাটাই হল আধুনিক,নামক এই মনোভাব।এই মিডিয়ার নিরব ভুমিকার কারনে দেশে আজ বৃধমান হত্যা,অন্যায়,অবিচার,।এই মিডিয়ার নিরব ভুমিকার কারনে বিকাশদের মত পেশাদার খুনি,মন্ত্রীর আদরে জামিন পায়।এই মিডিয়ার নিরব ভুমিকার কারনে অফিসে অফিসে ঘুষ প্রথা চালু রয়েছে আজ।মিডিয়ার এই নিরব ভুমিকায় আজ আমাদের নিয়ে গেছে দুনৃীতির অন্যতম উচ্ছতায়।আমলারা করে কলমের অপব্যবহার,এবং মন্ত্রীরা করে ক্ষমতার অপব্যবহার,এখানেও মিডিয়ার ভুমিকা নিরব। দেশ বিরোধী মিডিয়ার যে আজ সয়লাব,বাংলাদেশ এই মিডিয়া থেকে কখনো মুক্তি পাবে কি?
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন