মাননীয় সাবেক প্রধানমন্ত্রী! আমি তো পুরাই স্পিকার হয়ে গেলাম!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩১ অক্টোবর, ২০১৩, ০৩:০৩:০০ রাত
সাফল্যের মহাকাব্য প্রচারের জন্য কয়েক হালি টি ভি চ্যানেল পর্যাপ্ত ছিলনা, তাই বিল বোর্ডে সু-কীর্তি প্রচার করতে গিয়ে বিল-বোর্ড হয়েছে কিল-বোর্ড !
নিম্মশ্রেণীর ইতরের মত ফোনালাপ রেকর্ড করে বাজারে ছেড়েছেন বিরোধী নেত্রীকে ঝগড়াটে প্রমাণের জন্য। জম্মের ঝাড়ি খেয়েছেন খালেদা-জিয়ার হাতে, এর পর মিডিয়ার আসার পর টক-শোতে এবং জনগণের হাতে আরেক দফা। আবার ও দেখলাম "পাগলের ... লাগে ৩ যায়গায়!" ১ বার হাতে, এর পর গন্ধ শুকতে গিয়ে নাকে, এর পর চেখে দেখতে গিয়ে গালে!
আজ শুনলাম সরকার নাকি শেয়ার-বাজারের সাফল্য প্রচারে উদ্যোগ নিয়েছে! মাননীয় সাবেক প্রধানমন্ত্রী! আমি তো পুরাই স্পিকার হয়ে গেলাম!
বিষয়: বিবিধ
১৪৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন