এই ছবি প্রমান করে আমরা কারাগারে আছি
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩১ অক্টোবর, ২০১৩, ০৩:১৩:৫২ রাত
মিথ্যা মামলার ফাঁদে পড়ে সাধারণ মানুষ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। নামে-বেনামে মামলা হওয়ায় বিরোধী জোটের নেতাকর্মীরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আটকের পর পুলিশ বিভিন্ন ব্যক্তিকে থানায় নিয়ে ৫০ হাজার থেকে এক লাখ টাকায় ঘুষ দাবি করছে ।
৬০ ঘণ্টার হরতালে সারাদেশে ১৮ জন নিহত হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় ৬ হাজার বিরোধী দলের নেতাকর্মী। আর আসামি করা হয় ৮২ হাজার নেতাকর্মীকে। কারাগারের সামনে প্রতিদিন এ ধরনের মামলায় আটক হওয়া স্বজনদের ভিড় বাড়ছে।
রাজধানীর মগবাজার এলাকায় এক বাসায় দাওয়াত খেতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন বৃদ্ধ আবদুল হক (৬৫) ও তার স্ত্রী নাসিমা আক্তার (৫৭)। তাদেরও থানায় নিয়ে যায় রমনা থানা পুলিশ। নিরীহ ওই দম্পতির কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও তাদের মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করে পুলিশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক দিন ধরে প্রতিদিন সারাদেশেই ঘটছে এমন ঘটনা।
বিষয়: বিবিধ
১৬৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন