বাংলার মুসলিম সমাজ দাবি তোল সকল স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় কুরআন ও হাদীস শিক্ষা চালু কর ।

লিখেছেন লিখেছেন গরেএন ৩১ অক্টোবর, ২০১৩, ০৪:৪৩:০৫ রাত

যারা দেশ পরিচালনা করেন তারা দেশের মানুষের কল্যাণ চান নিজেদের মত করে । আর এ চাওয়াকে বাস্তবে রুপ দিতে গিয়ে এক দল মানুষকে দুহাত ভরে দান করেন আর একদল মানুষকে নির্যতন করেন,জেলে ভরেন,গুম করেন.ফাসি দেন ।এখানেই মানুষের আসল গলদ । ৫০ বছর মানুষ ১০ বছরের মানুষের উপর তার মত চাপিরয় দিলে সংকট দেখা দিবে । এটাই মানুষের দুর্বলতা । সাদা মানুষ আইন তৈরি করলে কালোদের বিপক্ষে যাবে, ইংরেজ ভাষী আইন তৈরি করলে আরবী ভাষীর বিপক্ষে যাবে,উদূ ভাষী আইন তৈরি করলে বাংলার বিপক্ষে যাবে ।যা করুন পরিনতি বয়ে এনেছিল । ফিরাউন ,নমরুদ,আবু জাহাল,আবু লাহাবরা মনুষের কল্যান চেয়ে ছিল ইসলামকে বাদ দিয়ে । বাংলার আবু জাহালরা একই পথ ধরেছেন মনে হয় । এজন্যই তারা ও তাদের দোসররা ইসলামী দল ও ইসলামী শিক্ষা ধ্বংশ করার পায়তারা করেছেন ।বাংলার মুসলিম ছেলে-মেয়েরা যদি স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় কুরআন ও হাদীস শিক্ষা করতে পারত তবে সমাজে ,রাস্টে আর্দশিক বিপ্লব ঘটত ।

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File