ভ্রস্টো মহিলা
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ৩১ অক্টোবর, ২০১৩, ০৬:৪৩:৪৮ সকাল
ভ্রস্টো মহিলার কথা শুনলে
লাগে প্রানে কষ্টো
বাঁকানে নাকি শোনেনা কিছুই
একুশের বোমায় নস্টো ।
রেড ফোনটা ডেডফোন তবু
বারবার কেনো ব্যার্থ
সেকথা শুনে লাভ কি তাতে
জাতির কিবা স্বার্থ ?
কথায় কথায় নামাজ পড়েন
কুরআন পড়েন বলে !!
জনতা দেখেছে তসবীহ পট্টী
তীলক সিঁদুরও কপালে ।
মানুষ খুনের গল্পই যদি
শোনাবেন বেশ হেসে
আলো নিভিয়ে মারেন কেনো
শাপলার সভা শেষে ।
বেইমানী করে জাতীর কাছে
পারবেনা কেউ পালাতে
নবীন তরুন মশাল হাতে
নেমেছে গোদি জ্বালাতে ।
৩১.১০.১৩
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন