ক্ষমতার মোহে বিপন্ন মানবতা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নজরুল ইসলাম ০৪ নভেম্বর, ২০১৩, ০১:১৯:১৬ রাত
দেশের সব সরকারই দলীয় সার্থে এবং পরর্বতী নির্বাচনে বিজয়ী হওয়ার পথ সহজ করার লক্ষে নানা রকম উদ্যেগ নিয়ে থাকে। এসব উদ্যেগের মধ্যে থাকে দলীয় সার্থে বিভিন্ন আইন প্রণয়ন ও সংশোধন। এ নিয়ে এ সরকার বির্তকের জন্ম দিয়েছে বেশ।এ সরকারের আমলে ও দলীয় সার্থে বিভিন্ন আইন সংশোধন করা হয়েছে ।সংবিধান থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি আইন,সন্ত্রাস বিরোধী আইন,শ্রম আইন,বার কাউন্সিল আইন,সংশোধন করা হয়েছে বর্তমান সরকারের আমলে।যা ক্ষমতায় টিকে থাকা এবং বিরোধী মতাদর্শের লোকজনকে হয়রানী করার হাতিয়ার হিসেবে ও এসব সংশোধিত আইন ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে।শুধু মাএ দলীয় সার্থে কারনে এসব আইন সংশোধন,যা ক্ষমতার মোহে বিপন্ন মানবতা।যেখানে অন্যায় অত্যাচার আইনত বৈধ হয়ে যায়,সেখানে সততা প্রশ্নবিদ্ধ?হে ঘুমন্ত মাথা ওয়ালা বাংলাদেশীরা,স্বপ্নঘুম ভেঙ্গে বিছনা থেকে গা ছাডিয়ে উঠার সময় এখনো হয়নি কি? এই সরকার ক্ষমতায় আসার আগে বলছিল ইসলামের বিপক্ষে কিছু করবে না।এখন দেখা যায় বিপরীত চিএটা,নব্বই ভাগ মুসলমানরে দেশে,ইসলাস ধর্ম ও মুসলমানদের বিপক্ষে অবস্তান নেয়াটা,যে সাতার জানেনা অতচ জলে নেমে কুমিরের সাথে লডাই করার মত নয় কি?সভ্যতা ভব্যতা আর্দশিক ভাবে কতটা দেওলিয়া হলে,নিজের দেশটাকে অন্যদেশের অঙ্গরাজ্য বানিয়ে ভিনদেশী পরিচয় দিতে সাচন্দ বোধ করে কেউ?এই ধারা যদি অব্যাহত থাকে আরো একটা পলাশীর জন্ম নিতে বোধহয় খুব বেশী সময় লাগবে না?
বিষয়: বিবিধ
১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন