ধর্ম নিরপেক্ষতার অন্তরালে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নজরুল ইসলাম ০১ এপ্রিল, ২০১৪, ০৫:১৫:২৬ সকাল

বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ্য

দেশ।

ইদানিং ধর্মনিরপেক্ষ দেশ।

ইদানিং অসাম্প্রদায়িক দেশ।

যার নিদর্শন হলো, যারা এই

অসাম্প্রদায়িকতার স্লোগানে মুখর

তারাই হলো আসলে এক সম্প্রদায়ের

লোক যারা নিজের

অসাম্প্রদায়িক মনে করে,

তারা নাস্তিক সম্প্রদায়।

তারা পরমতসহিষ্মু!!

উদারপন্থি!!! ধর্মনিরপেক্ষ!!!!

ইত্যাদি সেনসিটিভ

শব্দগুলো ব্যবহারে পটু!!

তারা হিউমিনিজম

ধর্মে বিশ্বাসী।

তারা এতো অসাম্প্রদায়িক!

এতো অসাম্প্রদায়িক!!

এতো অসাম্প্রদায়িক!!! যে,

ইসলামকে তথা মুসলিম

সম্প্রদায়কে তারা সম্প্রদায়

বা উম্মাহই

মনে করে না বরং উম্মাদ

মনে করে!!!!! আর তাদের যত ক্ষোভ

ইসলামের বিভিন্ন আইন-কানুন-

বিধানের সাথে (কিছু

ক্ষেত্রে মতবিরোধের সাথে।) মূলত

সকল সম্প্রদায়ের তুলনায় এরাই

হলো সবচেয়ে পশু টাইপের

সম্প্রদায়, যাদের কর্মই প্রকাশ

করে তারা অসাম্প্রদায়িক নয়!

পরমতসহিষ্মু নয়!!

উদারপন্থি নয়!!! ধর্মনিরপেক্ষ

নয়!!!! কারণ আজ নাস্তিক্যবাদ

বা তাদের ভাষায় হিউমেনিজম ও

একটি ধর্মেই রুপলাভ করেছে।

অবাক করা একটি বিষয় হলো এই

ইতর শ্রেনীর

সম্প্রদায়রা অতিমাত্রায় ইসলাম

বিদ্বেশী।

অন্য কোন ধর্ম বিষয়ে তাদের

এতটা আলোচনা-পর্যালোচনা-

সমালোচনা পরিলক্ষিত হয়না।

তবে শেষ কথা, এই ধর্মে ধার্মিক

লোকদের প্রতি অনুরোধ,

আপনারা হিউমিনিজমে বিশ্বাসী অন্য

কিছু জানার আপনাদের প্রয়োজন

নেই, সব ঠিক আছে।

কিন্তু প্লিজ আপনারা একটু

মনুষ্যত্বটুকু রাখবেন।

বিবেকবোধের বিরুদ্ধে কিছু

করবেন না।

কারণ

যাদের মধ্যে স্রষ্টায় বিশ্বাস

নেই,

তাঁর ভয় নেই,

স্রষ্টার পাকড়াও

বিষয়ে উপলব্ধি নেই,

পরকালে বিশ্বাস ও

পুনরুত্থানে বিশ্বাস নেই,

হিসেব ও পরিণাম ভোগ

করতে হবে এই চিন্তা নেই

তাদের কমপক্ষে মানবিক হওয়া খুব

জরুরী! অন্যথায়

তারা কি না করতে পারে!!!!

আল্লাহ রক্ষা করুন।

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201174
০১ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তথাকথিত হিউম্যানিষ্ট বা মুক্তমনা রাই আসলে সবচেয়ে বদ্ধমনা। তারা তাদের চিন্তাধারার বাইরে কোন কিছুই ভাবতে পারেনা। ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৯
150880
সুমাইয়া হাবীবা লিখেছেন : একমত
201181
০১ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File