কিশোরী ফেলানী হত্যার জন্য সবার আগে ফেলানীর বাবার বিচার হতে হবে।

লিখেছেন লিখেছেন মেয়ে বেলা ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১১:০৭:২৬ রাত



সীমান্তের ওপার থেকে আনা হছ্ছে মাদক, নেশা..................

সীমান্তে হাফ-বাংলাদেশী নাগরিক কিশোরী ফেলানী হত্যার বিচার নিয়ে টুডেব্লগ তোলপাড়। অবিরাম এমন সব পোষ্ট দেয়া হছ্ছে তা পড়লে মনে হয় রাতের আঁধারে অন্যের সীমান্তে হানা দেয়া বাংলাদেশীদের জন্মগত অধিকার এবং এর বিরুদ্ধে কিছু বলা যাবে না।

একটু ভেবে দেখুন- ফেলানীর বাবা একজন কুখ্যাত স্মাগলার। এই লোকটি এর আগেও বহুবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে, স্মাগলিং ছিল তার পেশা। খবরে জানা গেছে- ঐ রাতে ফেলানীর বাবা ৩০০০/রুপি ভারতীয় মুদ্রায় কাঁটাতার অতিক্রম করার বাঁশের মই ভাড়া করে আনে। একজন চোরাচালানী কতটা নির্ভিক-প্রফেশনাল এবং সচ্ছল হলে এ কাজ করতে পারে। অথচ বাংলাদেশের যুব সমাজ ফেন্সিডিলের মরন নেশায় ধুকেধুকে মরছে, এরজন্য দায়ি কারা?

অবৈধ ভাবে অন্যের দেশের সীমান্ত অতিক্রম তথা স্মাগলিং বাংলাদেশ পেনাল কোডে দন্ডনিয় অপরাধ। বাংলাদেশের আর কোন কিশোরী যেন ফেলানীর বাবাদের মত চোরাচালানীর খপ্পরে পরে অকালে মৃত্যুবরন না করে সে জন্য সবার আগে ফেলানীর বাবার বিচার করে দৃষ্টান্ত স্হাপন করতে হবে



মরন নেশা ফেন্সিডিল............

বিষয়: বিবিধ

১৫৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File