একটি তিক্ত সত্য…#…শেষে মিষ্টি পথ্য
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ০৬ আগস্ট, ২০১৪, ০৭:৫১:১২ সন্ধ্যা
;
ছোটখাট ডাক্তাররা রোগ সারাতে না পারলে নাম হয়ে যায় ভুয়া ডাক্তার। আর বড় বড় ডাক্তাররা সারাতে না পারলে রোগটাই বরং হয়ে পড়ে দুরারোগ্য আর জটিল। হাতুড়ে ডাক্তারের হাতে রোগ ভালো হলে লোকে বলে- ঝড়ে বক মরেছে… অথচ ডিগ্রিধারী ডাক্তারের চিকিৎসায় রোগী সুস্থ হলে ফলাও করে খবরের শিরোনাম হয় ।
#
সাধারণ ডাক্তারের হাতে রোগী মারা গেলে তাদের সাইন করতে হয় আদালতের 'হাজিরা খাতায়'। আর নামকরা ডাক্তারের ট্রিটমেন্টে রোগী পটল তুললে তাদেরও সাইন করতে হয়, তবে সেটা রোগীর 'ডেথ সার্টিফিকেটে'। বিশেষজ্ঞ ডাক্তারের ঔষধে কাজ না হলে ঔষধটাই পাল্টাতে থাকে, আর নতুন ডাক্তারের মেডিসিনে কাজ না হলে ডাক্তারটাই পাল্টাতে থাকে।
#
আসলে, রোগের নিরাময় কোন ডাক্তার বা ঔষধের কল্যাণে নয়। সাধারণ ঔষধেও যেমন রোগ ভালো হয়, তেমনি সাধারণ চিকিৎসকের হাতেও রোগী সুস্থ হয়।
তাই বলছি, আসুন আমাদের গাড়ীর নিকট দেখুন আমাদের মলম গুলো..…।
( শেষে এসে কেমন টাশকি খেলেন বলুন তো? )
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জান শেষ।
জান শেষ।
‘প্রতি রবিবারে ব্যাপারিয়ার হাটে .... তেতুল তলায় ..... মান্নান মিয়ার তিতাস মলম’
তো জনস্বার্থ বিবেচনায় ৯৫% কনসেশনে শুধু আজকের এবং আমাদের জন্য প্রাইস কত? খালি ১০ নাকি ৫ টাকা?
ঠিকাছে, এসিস্ট্যান হিসেবে আইসা পড়েন.।
এক কার্টন মলম ফ্রী <:-P
তাই আমি সেটা যোগ করে দাম জিজ্ঞাসা করলাম ...
বেশী কনসেশনের কথা বলে ফেললাম কি-না?
মনে হয় গাড়ির কাছে যাওয়াই ভাল।
তাই নয় কি?
মাঝে মধ্যে একটু আধটু হাসতে চাই আরকি।
কি বলেন আপু??!
আপনে চেম্বার থুক্কু গাড়ীর নিকট চইলা আসেন, দেখি একটা মেজর ওপারেশন লাগবে মোনে হইসসে
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কাছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
আপনার আম্মুর জন্য আন্তরিক দুআ,
ইনশাআল্লাহ তিন সুস্থ হয়েই আমাদের কাছে ফিরে আসবেন
হাভাতে স্বভাব নষ্ট যাকে বলে আরকি
মন্তব্য করতে লগইন করুন