আমরা যারা ব্লগিং করি..........তোমরা যারা মডারেট করো
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ০৫ আগস্ট, ২০১৪, ০৯:০১:১৯ রাত
আমরা যারা ব্লগিং করি মুসলিম - হিন্দু - খ্রিষ্টান,
লেখালেখির জগতে আমরা সবাই কিন্তু ধর্মপ্রাণ।
কিন্তু যারা ছদ্মবেশী কম্যুনিষ্টদের গোলাম - দাস,
ওদের পোষ্ট সব এড়িয়ে চলো, অসৎ সংগে সর্বনাশ।
------------------------------------------------
আমরা যারা কমেন্ট করি প্রশংসা আর উপদেশ,
সবাই মিলে চাই তো শুধু সমৃদ্ধ এক বাংলাদেশ।
কিন্তু যারা মানুষরূপী ইবলিসদের গুপ্তচর,
ধর্মের পিছে ছুটে চলে, ওরাই কিন্তু দিগম্বর।
---------------------------------------------
তোমরা যারা মডারেট করো আমাদের সব অনুভূতি,
দেখোনা নাকি নাস্তিকরূপী জীবাণুদের বিভ্রান্তি ??
আপডেট করো তোমাদের এই ব্লগসাইটের এন্টিভাইরাস,
নাহয় ভাইরাসে ছেয়ে যাবে এতো সুন্দর ব্লগ-ক্যানভাস।
---------------------------------------------------
আমরা যারা সবাই মিলে সাজাচ্ছি এই ফুলবাগান…
আগাছা সব উপড়ে নিতে রাখতে তো চাই অবদান।
ওরা তো সব নাস্তিকতার ছা পোনা আর চুনো পুটি।
রাঘব বোয়ালরা তো দখল করেছে শাসকযন্ত্রের করোটি।
---------------------------------------------------------
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আগাছা সব উপড়ে নিতে রাখতে তো চাই অবদান।
ওরা তো সব নাস্তিকতার ছা পোনা আর চুনো পুটি।
রাঘব বোয়ালরা তো দখল করেছে শাসকযন্ত্রের করোটি।
ভালো লাগলো
যা লিখলেন
পদ্য তো নয় যেন
মুক্তো ছিটালেন!
আমিও আছি আপনার সাথে।।
মন্তব্য করতে লগইন করুন