নগর কবি

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ০১ আগস্ট, ২০১৪, ০৫:০৮:০০ বিকাল

ইট-সুরকীর পাথর মোড়া শহর আমার প্রাণ ।

আমি "নগর কবি" গাই নগরীর গান ।

পিচ ঢালা পথ-গিটারের তার, গাড়ী সেথা তোলে সুর,

রেললাইনের দু'পায়ে ট্রেন বাজায় ছন্দ- নুপূর।

পথ বিভাজকে কিছু পরপর বাহারি গাছের টব ,

নাকে ভেসে আসে ফাস্টফুডের অমৃত সৌরভ।

জ্যামের ফাকে ভিক্ষুকের হাতে জীবিকারা উঁকি দেয়,

ম'লে ঢুকে পড়ে কিছু ভবঘুরে হারিয়ে চলার খেই।

কোমর বাকানো উড়াল সেতুদের গায়ে চলে পিল পিল গাড়ি ।

জেব্রা ক্রসিং আর উড়াল পথে ছুটন্ত পায়ের সারি ।

বুনো গাড়ীর দল কালো ধোয়া তুলে রাজপথে ছুটে চলে।

পাবলিক যানে কিছু পান-বিড়ি গিলে, কিছু ঝুলে হ্যান্ডলে।

ফুটপাত জুড়ে নিঃস্ব হকার সাজায় নিত্য পণ্যের বাজার ,

ফেলনা কুড়াতে টোকাই দলের জুড়ি মেলা বড় ভার.…

জট লাগলেই রকেট গতিতে গাড়ী পাণে যায় ছুটে ;

ফুল হাতে কেউ, ফল সাথে কেউ, কিম্বা জল-নাস্তা বিকোতে।

সবুজ সিএনজিতে চোখ জুড়ালেও মন তিতা হয় বিলে,

ট্রাক দেখলেই সার্জেন্টের চোখে টাকা লিকোচুরি খেলে।

নিয়ন ভরা দালানের মেলে পসরা সাজায় টাকার ,

টাকাই ভাষা, টাকাই আশা, ইন্ধন বেঁচে থাকার.…

পাখির চোখে শহর যেনো কিচির মিচির এক নীড়।

উড়ে আসা সব ক্ষুধার্ত ছানারা প্রতিনিয়ত করে ভীড়।

WEBSITE- http://www.preacherofislam.wordpress.com

https://preacherofislam.wordpress.com

FACEBOOK- https://m.facebook.com/profile.php?id=361674527252580

TWITTER- https://mobile.twitter.com/preacherofislam

বিষয়: বিবিধ

৯২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249933
০১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
ভিশু লিখেছেন : জ্যাম, অবৈধ হকার আর পার্কিং এবং নীরব ফল্গুধারার মতো বেসরকারী+সরকারী চাঁদাবাজি-সন্ত্রাস ছাড়া আজ আর কোনো নগরকেই কল্পনা করা যায় না!
249947
০১ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : hmm... right thinking....

etai amader shohor..... celucas

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File