তরুণ বাংলাদেশ (EID MUBARAK)

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ২৯ জুলাই, ২০১৪, ০১:৫৩:২৬ রাত

চল্লিশের ঘরে এসেও তোমার দারূণ তরুণ বেশ,

চিরনবীন তুমি আমার প্রিয় বাংলাদেশ ।

ঝাঁকড়া চুলের বাবরী তোমার সবুজ সুন্দরবন,

কক্সবাজারের দীর্ঘ ললাট সৌভাগ্যের চুম্বন.

খাগড়াছড়ির তৃণভূমি তোমার নয়ন ভ্রূ,

চা বাগানের থোকা থোকা সিলেটী শ্মশ্রু।

নয়ন তোমার কুয়াকাটার উদয়-অস্তাচল,

জিন্জিরা আর নিঝুম তাহার পাঁপড়ি সুনির্র্মল।

নাকটি তোমার বেজায় খাঁড়া দুর্গম কেওকারাডং,

ঠোট দুটোও দেখতে দারুণ গোলাপী জাফলং।

বুকে তোমার ঈমানদীপ্ত মসজিদের শহর,

কাঁধে তোমার মংলা আর চট্টগ্রাম বন্দর।

পেশী যেন কৃষক ভাই আর নিরীহ পোশাক শ্রমিক,

তোমার দেহের রক্তবিন্দু শুধু যারা সুনাগরিক।

শহীদের পুণ্য রক্তে তোমার শুভ জন্মদিন।

পারিনি আজো শোধ করতে সেই রক্তের ঋণ।

তবুও আমার নয়নে ভাসে তোমার তরুণ বেশ,

চির নবীন তুমি আমার প্রিয় বাংলাদেশ।

Read other poems at-

WEBSITE- http://www.preacherofislam.wordpress.com

FACEBOOK- https://m.facebook.com/profile.php?id=361674527252580

TWITTER- https://mobile.twitter.com/preacherofislam

বিষয়: বিবিধ

৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File