বিদায় নিচ্ছে রমজান

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ২৪ জুলাই, ২০১৪, ০৮:২৮:০০ রাত

এসে আবার যাচ্ছে চলে রমজান মাস প্রায়

পাপমোচনের এই যে সুযোগ আর কবে হয় বলা দায়।

পবিত্রতার ভেলায় চড়ে রহমত,নাজাত,মাগফিরাত,

যাচ্ছে চলে, এসো তবে লুফে নিতে বাড়াই হাত।

সাহরি-ইফতার-তারাবী রঙে রঞ্জিত হোক এ ভুবন

দুস্থজনের দুঃখে ভাসুক ধনী-গরীব সকলজন।

রবের নিকট কস্তুরি তুল্য রোজাদারের মুখের ফেন

যাকাত-ফিতরার মওসুম এলো ধনবানের ভাঙ্গুক ধ্যান।

ত্রিশ মুক্তার মধ্যিখানে সুপ্ত আছে ‘ক্বদর’ ক্ষণ

খুঁজে নাও তার বরকতময় অবিনশ্বর অমূল্য ধন।

সম্প্রীতি আর সংযমের বানে জমে উঠুক রমাজান

মাস ফুরোলেই ঈদের খুশি মাতিয়ে রাখবে সকল প্রাণ।

বিষয়: বিবিধ

১০৬৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247902
২৪ জুলাই ২০১৪ রাত ০৯:৪৪
ভিশু লিখেছেন : রমযানের বিদায়টি কষ্টের চেয়ে বেশী করে ভয়ের বলে মনে হয়! কারণ, প্রশ্ন জাগে > জীবনের সব অপরাধ ক্ষমা করাতে পেরেছি তো? মহান রবের পছন্দের বান্দাহদের লিষ্টে আমার নামটি রয়েছে তো?! আগামী রমযানটি আমার ভাগ্যে আছে তো?
খুব সুন্দর লেখা...জাযাকাল্লাহ খাইর!
247919
২৪ জুলাই ২০১৪ রাত ১০:০৭
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : ekdom right kotha bolechen...... shukria
247971
২৫ জুলাই ২০১৪ রাত ০৪:৪২
আফরা লিখেছেন : রহমত,নাজাত,মাগফিরতের মাস চলে যাচ্ছে কতটুকু ফায়দা হাসিল করতে পারলাম জানি না ।আগামী রমযানটি আমার ভাগ্যে আছে কিনা তাও জানি না ।সত্যি খুব খারাপ লাগছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File