শহীদ হওয়ায় ভালো ....

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ২২ জুলাই, ২০১৪, ১১:১১:১৫ রাত

এক মালালার গায়ে গুলি লাগতেই আমেরিকার সে কী মায়াকান্না !

আজ গাজায় চলছে শতশত মালালার লাশের বন্যা।

শান্তিতে নোবেল পাওয়া ওবামার কন্ঠে এখন কেন ভিন্ন সুর ?

মালিয়া-শাশার লাশ পড়লেই কি তবে তার ঘোর হবে দূর?!

এক গাদ্দাফীর উৎখাতে কত প্লাটুন ন্যাটো ছিলো আপোসহীন,

ইসরাঈলী গাদ্দাফীদের বেলায় এখন কি তাদের ছুটির দিন ??

রক্তপাতের আশংকায় সুদানে শান্তিরক্ষী বাহিনীর অবাধ বিচরণ,

ফিলিস্তিনিরা কি জাতিসংঘের কাছে ভিনগ্রহের এলিয়ন??!

সৌদিতে ফাঁসি হলে হিউম্যান রাইটস রীতিমত কেঁপে উঠে,

নির্যাতিত ফিলিস্তিনের কথা আসেনা কেনো তাদের ঠোটে ?

ইউরোপের দেশে দেশে ছত্রাকের মত রেডক্রসের আস্তানা…

ফিলিস্তিনিরা তো মানুষ নয়, তাদের সেবার দরকার পড়েনা।

*****************************************************

আরব লীগকে বলো চ্যাম্পিয়ন্স লীগে নাম লেখাতে,

ও আই সির ভালো হয় সার্কাস দল খুলে বসলে।

সৌদি তো ব্যস্ত মার্কিনীদের কাছে তেল বেচতে…

রেড ক্রিসেন্টের নাম পাওয়া যাবে শুধু ডিকশনারী ঘাটলে।

মুনাফিক, আর কতকাল ঈমান বিকোবে বলো ??

আমাদের দেখলে মীরজাফরও লজ্জায় মরে যেতো।

হাজার বছর বেঁচে থাকার চেয়ে কুকুরের মতো

ইহুদীর বুলেট-বোমায়    শহীদ হওয়ায় ভালো...

http://www.preacherofislam.wordpress.com

বিষয়: আন্তর্জাতিক

৮৯২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247389
২২ জুলাই ২০১৪ রাত ১১:১৮
সন্ধাতারা লিখেছেন : ওবামা গংরা বর্ণচোর। সুন্দর লিখাটির জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। জাযাকাল্লাহ খাইর। রমজানুল মোবারক।
247406
২২ জুলাই ২০১৪ রাত ১১:৪৬
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : shukria..... ursaho pelam

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File