ব্লাড ফোবিয়া

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ১১ জুলাই, ২০১৪, ১১:০৬:২৫ রাত



রক্তজবা! তুমি আমায় ছুঁয়ো না

রক্তিম ঊষা! তুমি আমার পাণে চেয়ো না

রাতুল শিমুল! তুমরা আমার পথ মাড়িয়ো না

লোহিত বর্ণ যে আমি সহ্য করতে পারিনা।

ষ্ট্রবেরী,কেন তুমি গায়ে জড়ালে রক্তাভ চাদর?

হিমোগ্লোবিন,রক্তের সাথে কেন বাঁধলে জুটি?

লালচে শিখার সাথে আগুন তোমার কিসের আদর

লালের সাথে যে আমার শত্রুতার চির ভ্রুকুটি।

কবে কার রক্তে ফিলিস্তিনের মাটি ভিজল

তাতেই নাকি আমার বুক ভাসাতে হবে

"ইয়া নফসী"র এই যুগে কার খবর কে রাখলো

তবে কোন ভুলে এই মূল্যবান অশ্রু ঝরাবো।

ইরাক-আফগান নাকি ভরে গেছে 'আল্লাওয়ালা'দের লাশে

বলি-দূর!সব মিডিয়ার কারসাজি

হয়তো কতক গরু-ছাগল পড়ে আছে আশেপাশে

ওসব নিয়ে ভাবতে আমি নিমরাজি।

আরাকান-কাশ্মীর নাকি লালে ছেয়ে আছে চারিদিক

ও-কথা বলোনা,রক্তে আমার এলার্জিক আছে

আমি বুঝি শুধু মডার্ন-ফ্যাশন,বাকি সব ধিক!

আমার গায়ে টোকা না পড়লে এতো ভাবার কি আছে।।

বিষয়: আন্তর্জাতিক

৮৭৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243904
১১ জুলাই ২০১৪ রাত ১১:৩৪
ফেরারী মন লিখেছেন : আর কত রক্ত হলে ওরা ক্ষান্ত দিবে। আর কত রক্ত হলে ওদের তৃষ্ণা মিটবে।
243953
১২ জুলাই ২০১৪ রাত ০২:৩৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
245915
১৯ জুলাই ২০১৪ রাত ০৪:৩৪
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : drakular kokhono trisna mite na....

shukria...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File