জীবনতরী
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ১২:০২:৫২ দুপুর
মুসলিম তুমি হতাশ? পথহারা নাবিকের মত একা!
দূরে চেয়ে দেখ হেরার আলোয় কাবা’র আলোকবর্তিকা।
দিক হারিয়ে ভাবছো কোনদিকে তুমি যাবে?
নীলিমায় তুমি মুহাম্মদের ধ্রুবতারাটিকে পাবে।
কত নটিক্যালে, কিভাবে এগোবে তাই নিয়ে ভাবছো তো;
কুরআনের লগবুকটা একবার খুলেই দেখ আপাতত।
ইন্ধনহীন ইঞ্জিন নিয়ে পড়ে গেছো বিপাকে?
ভয় কি, অফুরন্ত ঈমান কেন আছে ও বুকে!
ছেড়া পাল নিয়ে তুমি বুঝি খুব শংকিত?
প্রতিক্ষণ তোমার স্রষ্টার দয়া ঝরছে অবারিত।
কাঁপছে বুক তোমার ভাঁঙ্গা মাস্তুল হাতে তুলে নিতে ,
আরে,মাস্তুলে কি আসে যায় সবি তো ওঁনার হাতে।
কুফরির এই অথৈ পাথার তোমাকেই দিতে হবে পাড়ি
হাতছানি দিয়ে ডাকছে তোমায় সত্যের বালিয়াড়ি।
পাহাড়সম বাতিলের ঢেউ কাঁপিয়েছে কিস্তির পাটাতন।
ন্যায়ের বৈঠা চালিয়ে গুঁড়িয়ে দাও যত প্রহসন।
ইসলামের স্বর্গদ্বীপে ভিড়াতে হবে তোমার জীবনতরী
এগিয়ে চল এক্ষুণি নব উদ্দোমে, আর করোনা দেরি।।
বিষয়: Contest_mother
১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন