দিনলিপ-৯ ওসমান মাহমুদ
লিখেছেন লিখেছেন উসমান মাহ্মুদ৮৪ ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪৯:৩৩ রাত
আন্টিরা চায় দেশের ভালো
আঙ্কেল ও তাই চায়
পাবদা পুঁটি হুঁলো বেড়াল
নিচ্ছে দেশের দায়!
সভ্য নেতা নব্য নেতা
প্রবীন নেতার হাত
দেশের উন্নয়নে সদা
করছে কী উত্পাত!
কেমনে দেশের ভালো হবে
ভেবেই নেতা বুঁদ
কাটছে তবু আতঙ্কে দিন
হায় কী যে অদ্ভূত!
সবাই দেশের চাইছে ভালো
দুর্গতি তাও এর!
কোন্ অতলে তলিয়ে সমাজ
জাগবে কবে ফের?
সন্যাসীরাই গাঁজন নষ্ট
করছে এ কী হায়
রাগব বোয়াল জংলী শেয়াল
মাগছে দেশের দায়!
দেশের ভালো চাইছে সবে।
১সেপ্টম্বর ২০১৩।
বিষয়: সাহিত্য
১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন