দিনলিপি-৮ ওসমান মাহমুদ
লিখেছেন লিখেছেন উসমান মাহ্মুদ৮৪ ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১২:০৩:৪৩ রাত
সর্বনাশা দুর্নীতি খায়
রক্তে কেনা দেশটা গিলে
অমাত্যদের উসকানি দেয়
ভীনদেশি সব দালাল মিলে।
খাচ্ছে গিলে পাহাড় নদী
সবুজ ভূমি পুকুর খাল ও
মানছেনা তো বিবেক তাদের
হারাম-হালাল মন্দ-ভালো।
খাচ্ছে রাতে দিন-দুপুরে
সম্মুখে বা সঙ্গোপনে
হর-হামেশা পোদ্দারি যে
করছে তারা পরের ধনে।
সমাজ দেহের রক্তচোষা
খাচ্ছে নীতি প্রীতির আলো
ঘোর কাটো ন্যায় তূর্যবাদক
এই আঁধারে বারুদ জ্বালো।
ঘোর কাটো।
বিষয়: সাহিত্য
১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন