দিনলিপি-৭ ওসমান মাহমুদ
লিখেছেন লিখেছেন উসমান মাহ্মুদ৮৪ ৩১ আগস্ট, ২০১৩, ১২:১২:২৪ দুপুর
দিকেদিকে শুনি একী! ভাঙনের সুর
ভেঙে ভেঙে সব যেনো হয়ে যায় চুর।
ঝড় এসে ধরনীতে ভাঙে বাড়ি-ঘর
মনোঝড়ে ভাঙে কারো হৃদয়ের চর।
ভাঙে কূল সাগরের ভাঙে সংসার
ভাঙামন জোড়া কভু লাগে না আবার।
দিন ভেঙে রাত আসে রাত ভেঙে দিন
স্বপ্নেরা ভেঙে হয় আহ্ কী মলিন!
ঘর ভাঙে দেহ ভাঙে ভাঙে কতো মন
ভাঙে কারো জীবনের শুভ আয়োজন।
ভাঙে দল মনোবল ভাঙে বন্ধন
লোভে পড়ে প্রতারক ভাঙে নিজ পণ।
ভাঙে নীতি ভয়ভীতি প্রীতি বিশ্বাস
ভাগ্যের ফেরে কারো ভাঙে ক্ষীণ আশ।
কূলভাঙে মূলভাঙে ভাঙে দ্বিধা ভুল
ফুলেদের ঘুম ভাঙে উড়ে অলিকুল।
যেখানেই পিপাসায় রাখি দু'নয়ন
ভাঙন সুরের কাঁটা বিঁধে এ শ্রবন।
ভাঙন-কথা।
বিষয়: সাহিত্য
১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন