মিঃ বিনের নানি বাড়ীতে নৈশভোজ
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪৫:২৯ রাত

মি: বিন এবং তার পরিবার একবার তার নানি বাড়ীতে এক রবিবারে নৈশভোজ করছিল। সবাই গোল হয়ে টেবিলের চারপার্শ্বে বসে ছিল, এমন সময় খাবার পরিবেশন করা হলো। তার সামনে খাবারের থালা দেওয়ার সাথে সাথে, কারো দিকে না তাকিয়ে সে খাওয়া শুরু করল।
তার স্ত্রী বলল, "প্রিয় একটু অপেক্ষা কর, আগে আমাদের প্রার্থণা সেরে নেই"
মী বিন বলল " লাগবেনা" তখন তার স্ত্রী বলল, " লাগবে, কারণ আমরা আমাদের বাসায় খাওয়া শুরুর আগে প্রার্থণা করি।"
তিনি উত্তরে বললেন, " প্রার্থণার প্রয়োজন নেই, কেননা এটা আমদের বাসা না, আর এখানে রান্না করেছেন আমার নানি, উনি জানেন কি করে রান্না করতে হয়"
ইন্টারনেট থেকে সংগৃহীত
বিষয়: বিবিধ
১৯০৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন