অজানা তোমার প্রেমে আমিতো মগ্ন!

লিখেছেন লিখেছেন প্রেমের কবি আমি ২৪ আগস্ট, ২০১৩, ০৯:৫৫:৩৯ সকাল

বৃষ্টি তুমি ঝরে যাও অঝোরে,

বেদনারা কেঁদে উঠে সজোরে!

শূন্যতা ভরে থাকে আমার সারাটি লগ্ন,

অজানা তোমার প্রেমে হই আমিতো মগ্ন!

এই সময় সব এলোমেলো কেটে যায় দিন,

স্বপ্ন গুলো সত্যি হবে কবে যে অমলিন!

সেই মখমল সুখ ভাবনায় কাটে বেলা,

এই শহরে সবার মাঝে বড়ই একলা!

বিষয়: বিবিধ

১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File