একটু ভালবাসো!
লিখেছেন লিখেছেন প্রেমের কবি আমি ২৪ আগস্ট, ২০১৩, ১২:৫৫:১৪ দুপুর
মিষ্টি মেয়ে মিষ্টি মেয়ে হে
একটুখানি হাসো,
হৃদয় জুড়ে ভীষণ চাওয়া
একটু ভালবাসো!
অনেক দূরের পথটি দিব
যে পাড়ি তুমি যদি চাও,
আলোক উজ্জ্বল হবে তবে
আমার ভাঙ্গা নাও!
বেশী কিছু চাইনা একটু
রেখো খোঁজ,
ঠিক মন থেকে স্মরণ
করে রোজ!
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন