ভাললাগা ছুঁয়ে যায় মন!!
লিখেছেন লিখেছেন প্রেমের কবি আমি ২৬ আগস্ট, ২০১৩, ১২:১৮:৫৬ দুপুর
তুমি যখন উঁকি মেরে
লুকাও অন্দরে,
পুলকিত ঠেউ তোলে এ
হৃদয়ের বন্দরে!
ভাললাগা ছুঁয়ে যায় মন
দেখার তরে সে উচাটন।।
তোমায় পেলে কাছে
বেদনারা হারায় সুদূর,
দেহের সুঘ্রাণ আহা
লাগে কতই যে মধুর!
তোমায় নিয়ে দেখে যাই স্বপন
কবে তুমি হবে একান্ত আপন!
ভাবলেই উঠে আলোডন
ভাললাগা ছুঁয়ে যায় মন।।...
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন