যেভাবে শহীদ হলেন ইখওয়ান বা ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা শহীদ হাসানুল বান্নাঃ

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৪ আগস্ট, ২০১৩, ১০:০৭:০৩ সকাল





সেদিন ছিলো ১২ ফেব্রুয়ারি ১৯৪৯।

ইখওয়ানের প্রচুর নেতাকর্মিরা জেলে । সরকারি বাহিনীর ফেরাউনী তান্ডবে অনেকে আত্মগোপনে ।

ইখওয়ান প্রধান হাসানুল বান্না মুক্ত , তাকে সরকার গ্রেফতার করছে না , আবার অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে না ।

তাই উল্লেখিত তারিখে হাসানুল বান্না আপন শ্বশুড় আব্দুল করীম মনসুরকে সাথে নিয়ে কায়রো শহরে একটি গাড়িতে উঠলেন । গাড়ি চলছে , তিনি লক্ষ করলেন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী তাকে অনুসরন করছে । তিনি এতে সতর্ক হয়ে উঠলেন ...কিন্তু এরিমধ্যে এই আততায়ীরা এসে তাকে গুলি করে , গুলিটা তার শ্বশুড়ের গায়ে মারাত্মকভাবে লাগে , পরবর্তীতে আরেকটা গুলি তার নিজের গায়ে লাগে , ওটা প্রথমটার মতো তেমন মারাত্মক নয় ।

এ অবস্থায় তাদেরকে হাসপাতালে যাওয়া হয় । তার শ্বশুড় সুস্থ হয়ে ওঠেন , কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের নির্দেশে তার চিকিতসা গ্রহণ করে নাই , তাই তিন ঘণ্টায় প্রচুর রক্তক্ষরণে তিনি শাহাদত বরণ করেন । এভাবে বিনা চিকিৎসায় শহীদ হলেন কোটি কোটি অন্তরে বিপ্লবের প্রদীপ প্রজ্বলনকারী সেই চেতনার বারুদ ।

এরপর পুলিশের কড়া প্রহরায় তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয় ।তখন তার সবভাইয়েরা কারাগারে । তাই নব্বই উর্ধ পিতা একাই তাকে গোসল দেন । পুলিশ কাউকে কাছে ভীড়তে দেয় নি , গোসলের পর তার পিতা পুলিশকে জানাযার জন্যে কিছু পুরুষলোককে আনার কথা বলেন , কিন্তু নির্দয় পুলিশ সে অনুমতিও দেয়নি । তাই তিনি ঘরের নারীদেরকে সাথে নিয়ে এই বৃদ্ধ বয়েসে ছেলের লাশ কাধে করে পাড়ার মসজিদে যেখানে হাসানুল বান্না নামায পড়াতেন সেখানে নিয়ে যান । তারপর একাই জানাযার নামায আদায় করেন । অন্যদিকে পুলিশ কাউকেই কাছে ভীড়তে দিচ্ছে না । যে কাছে আসতে চায় সাথে সাথে তাকে গ্রেফতার করে , এরপর এক খৃষ্টান ব্যক্তির সহায়তায় তার বৃদ্ধ পিতা তাকে দাফন দেন । এভাবেই সমাহিত হলেন

শতাব্দীর এক শ্রেষ্ঠ মহানায়ক !!!

পরবর্তী অবস্থা আরো করুণ । পুলিশ পুরো এলাকায় কড়া নজরদারি শুরু করে , যাতে কেউ কালো পোষাক পরে শোক প্রকাশ করতে না পারে , মসজিদে মসজিদে শুরু হয় তল্লাশি যাতে কেউ ফরজ আদায়ের পর নফল পড়ে তার জন্যে দুআ করতে না পারে ............

আসুন সবাই মিলে এই মহান ব্যক্তিটির জন্য প্রান উজার করে দোয়া করি আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদোউসের মেহমান বানিয়ে রাখেন চিরদিনের জন্য।

বিষয়: বিবিধ

২২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File