আমাদের নতুন মেহমান..আমার নতুন ভাগ্নে
লিখেছেন লিখেছেন সুমাইয়া হাবীবা ১৮ জানুয়ারি, ২০১৪, ১২:১৫:২২ দুপুর
ব্যপক ভাবসাব!
তার চোখে আলো পড়লেই এভাবে কুকঁড়ে যাবে।
তার ঘুম ডিস্টার্ব হলেই দু’কানে হাত দিয়ে ঘুমের চেষ্টা।
বুড়ামিয়ার ভাবসাব দেখে মেঝ’পুর আক্কেল গুড়ুম! বলে,এখনই এই! এই ছেলে বড় হয়ে তো আমার হাড় মাংশ জালাবে!:-)
তবে যে যাই বলেন,, আমার বুড়া বাপজান দেখতে কিন্তু মাশাআল্লাহ। সেইরকম!
বিষয়: বিবিধ
১৭৯৬ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ভাগ্নেকে মহান আল্লাহ আপনাদের মনের লালিত আদর্শে আদর্শিত করুন এবং দীর্ঘ হায়াত দান করুন ও নিরাপদে সুস্থ্যরাখুন এই দোয়া করি।
আপনার ভাগ্নের জন্য দোয়া রইল।
শুভকামনা। মামা ভাগ্নে যেখানে, বিপদ নাই সেখানে।
সংশোধনীঃ মামা ভাগ্নের স্থলে খালা ভাগ্নে হবে।
মা, ভাগ্নে, খালার এই সুখের সেতুবন্ধনে নেমে আসুক সুখের পায়রা।
তিনি দেশের চিন্তায় ঘুম থেকে উঠতে চান না। চলুন, আমরা একটি সুন্দর পরিবেশ গড়ে তুলি, ওনারা একটি সুন্দর দেশে জেগে উঠুক।
মন্তব্য করতে লগইন করুন