এতক্ষনে অরিন্দম কহিল বিশাদে...

লিখেছেন লিখেছেন শেষ বিকেলের ১৮ জানুয়ারি, ২০১৪, ১২:৩৫:৩০ দুপুর



আমরা দুঃখিত

গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হওয়ায় আমরা দুঃখিত। এ ব্যাপারে সম্পাদকের পক্ষ থেকে বলা হয়েছে যে, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।
Click this link

আপনারা হয়তো দেখে থাকবেন যে কালুরঘাট সাইবার কেন্দ্র এবং সময়ের সাক্ষী নামের দুটি ফেইসবুক পেইজে অব্যহতভাবে ভুয়া ডকুমেন্ট, ডিভিও এবং ছবি প্রকাশ করে যাচ্ছে বিএনপি-জামায়াত। রাস্তার সন্ত্রাস এখন সাইবার জগতে। এরই অংশ হিসেবে গতকাল একটি প্রচারণা চালায় তারা যে ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফকে নাকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনশৃংঙ্খলা রক্ষার্থে ডেকে পাঠানো হয়েছে। আমি খুবই খুশি হতাম এই ঘটনা সত্য হলে। এর কারণ, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। তার দরকারে যদি ভারত আন্তর্জাতিক কোন শান্তিরক্ষী সংস্থা ছাড়াই সেনা এবং তাদের বর্ডার গার্ডকে বাংলাদেশে পাঠায় এর মানে তারা আমাদের অনুগত। বাস্তবে এমনটা ঘটে নাই, ভারত কখনও বাংলাদেশের অধীনে আসে নাই যে এখানে তারা সেনা পাঠাতে যাবে।

বিষয়: বিবিধ

১৬৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163925
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০২
কলুষিত মাটি লিখেছেন : এখানে ইনকিলাব বলে নাই যে সংবাদ টি মিথ্যা। বরং তারা কেবল বলেছে বাকশালিদের দ্বারা পত্রিকা বন্ধ হওয়া থেকে বাঁচার জন্য সত্য সংবাদ হলেও প্রকাশের ব্যপারে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।
164021
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
আবরার আদিব লিখেছেন : আমরা সাধারণ জনগণ হয়তো কখনোই সত্যকে জানতে পারি না! রাষ্ট্রযন্ত্রে মিথ্যাকেই সত্য ভেবেই আমাদের জীবন পার হয়ে যায়! যদিও সত্য জানা আমাদের সকলের অধিকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File