বড় খোকাদের সিন্দাবাদ দৈত্যের ভয়।

লিখেছেন লিখেছেন শেষ বিকেলের ২১ মার্চ, ২০১৪, ০৮:১১:০৭ সকাল



ঠাকুরমার ঝুলি থেকে উঠে আসা সিন্দাবাদ দৈত্যের কাহিনী শুনেননি এমন লোক বাংলাদেশে নেই বল্লেই চলে। সেই সিন্দাবাদ দৈত্যের ভয় দেখিয়ে খোকা-খুকু ঘুম পাড়ানিয়া জুজু আমাদের সমাজে এখনো আছে। কিন্তু কে এই সিন্দাবাদের দৈত্য? ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন বটেই।

সিন্দাবাদ নামক এক বেচারা পর্যটক অসীম শক্তিধর বিশাল ভয়ংকর দৈত্যের কবলে পরেছিলেন। এই দৈত্য বিভিন্ন ভাবে মানুষকে শাস্তি দিতে পছন্দ করে- বন্ধি করে, আগুনে পুড়িয়ে, শিক দিয়ে খুচিয়ে খুচুয়ে, চামড়া তুলে, পানিতে ডুবিয়ে.............. নানা পৌচাশিক পন্থায় নির্যাতন করাই ছিল তার ভয়াল যজ্ঞ। সুতরাং এই দৈত্যের কথা শুনলে কোমলমতি শিশুরা ভয় পাবে না কেন? আর আমাদের মা-নানী-দাদী'রা গল্পের চলে শিশুদের ব্রেনে এই দৈত্যের ভয় এমন ভাবেই ঢুকয়ে দেন যা শুনে এমনিতেই শিশুদের আত্মারাম খাচাঁ থেকে বেড় হয়ে যায়।

অবশ্য শুধু শিশুদের দোষ দিয়ে কি হবে! অনেক বড় খোকারাও আসমানী কিতাবের ঝুলি থেকে উঠে আসা সিন্দাবাদ দৈত্যের স্টাইলে শাস্তির কল্প-কাহিনী শুনে ভয়ে অনবরত মাটিতে মাথা ঠুকে। নয় কি??

বিষয়: বিবিধ

১৭৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195713
২১ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৯
ইকুইকবাল লিখেছেন : দারুণ উপমার জন্য আন্তরিক মোবারকবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File