শয়তানের পদাংক কি ??
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৩৭:১২ বিকাল
হে ঈমানদারগণ ! তোমরা শয়তানের পদাংক অনুসরণ করো না। কেউ শয়তানের পদাংক অনুসরণ করলে সে তাকে নির্লজ্জতা ও অপকর্মের আদেশ দেবে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের একজনও কক্ষনো পবিত্রতা লাভ করতে পারত না। [সূরা আন-নূর ২১]
হয়তো ভাববেন ইমরান ভাই কেন একথা বলছে.....
কারন আছে, কোন একখানে ঘুড়তে গেলাম দেখলাম প্রেম দিয়ে ভর্তি আর সবকিছুই সেখানে ফান, যাস্ট ফান ।
আসলে এটা যে শয়তানে পদাংক তা কিন্তু বোঝা বড় দুঃস্কর।
তাই হঠাৎ ডা: জাকির নায়েকের লেকচারের কথা মনে পড়লো।
ডা: জাকির নায়েক উদাহরন দিয়েছেন...
মেয়ে: চলো আমরা একসাথে থাকি হোটেলে
ছেলে; আসতাগফিরুল্লাহ আমি একজন মুসলিম কখনই না।
এর কারন হলো সেই ছেলে বুঝতে পারছে যে এটা শয়তানি।
কিন্তু শয়তান তাকে যখন এভাবে বলে....
হঠাৎ একটা কল আসলো মোবাইলে...হ্যালো
ছেলে: কে বলছেন
মেয়ে: আমি .....
ছেলে: আমার কাছে কি চান
মেয়ে: আপনার সাথে দেখা করতে চাই
ছেলে ভাবলো দেখাকরা এত খুব সহজ যাই দেখা করি এতে কি সমস্যা!!
কিছুুদিন পরে .....
মেয়ে: চলো আমরা ডিনার করি
ছেলে: ছেলে ভাবলো ডিনার, এত খুব সহজ যাই খেয়ে আসি এতে কি সমস্যা!!
কিছুদিন পরে......
মেয়ে: চলো আমার একসাথে থাকি
ছেলে: ছেলে ভাবলো একসাথে থাকা, এত খুব সহজ যাই থাকি এতে কি সমস্যা!!
ছেলে কিন্তু সেই কাজি করলো যা প্রথমেই অফার পেয়েছিলো । অথচ খুতুওয়াতিশ শাইতনে পরে সে কিন্তু সেটা বুঝতে পারলো না।
তাই সাবধান হউন খুতুওয়াতিশ শাইতনের পদাংক অনুসরন থেকে।
বিস্তারিত ডা: জাকিরের ভিডিওটি দেখুন.....
বিষয়: বিবিধ
১৪৬০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন