ব্লগে শিয়াদের উতপাৎ শুরু হয়েছে তাই শিয়া বিষয়ে জানুন হে মুসলিম।

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২২ আগস্ট, ২০১৪, ০৮:১১:৫১ সকাল



ব্লগটাতে ইদানিং শিয়া,আর গুরুজি নামের কুখ্যাত কিছু ব্লগারের পদচারনা লক্ষ্য করার মতো।

এদের কে কোরআন বা সহীহ হাদীস থেকে কোন কিছু দেখালে তা মানতে নারাজ কেননা এরা কোরআন ও হাদীস-ই বিশ্বাস করে না, তাহলে মানবে কি??

তাই এগুলো থেকে বেচে থাকতেহলে মুসলিমদেরকে জ্ঞান অর্জন করতে হবে।

হে মুসলিম ভাই/বোন এই সকল জাহান্নামের যাত্রীদের থেকে বেচে জান্নাতের যাত্রীদের সাথে থাকতে হলে জ্ঞান অর্জন করুন।


নিচের লিংকগুলো থেকে বইগুলো পড়ুন।

শিয়া বিষয়ক লিংক

১. শিয়া বিষয়ক ফাইল

২. শিয়া আকিদার অসারতা

৩. শিয়া আলেম ও অধিকাংশ মুসলিম আলেমের মধ্যে বিরোধের বাস্তব চিত্র

৪. শিয়া আকীদা সম্পর্কে ইবন তাইমিয়্যার মিনহাজুস সুন্নাহ থেকে নির্বাচিত কিছু কথা

৫. শিয়া ও মসজিদে আকসা

৬. কতিপয় প্রশ্ন, শিয়া যুবকদের যা সত্যের দিকে ধাবিত করেছে

৭. দ্বাদশ-ইমামী শিয়া ধর্মের মূলনীতিসমূহের সুস্পষ্ট রূপরেখা

বিষয়: বিবিধ

২৪৮৮ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256984
২২ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : জ্ঞানর্জনের বিকল্প নেই।

অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck Rose Rose
২২ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৭
200651
ইমরান ভাই লিখেছেন : ওয়া আনতুমফাজাজাকুমুল্লাহু খায়রান। Good Luck Good Luck Good Luck
256994
২২ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫১
কাহাফ লিখেছেন : শীয়ারা সবাই কাফের নয়,অনেক উপদলের কয়েকটি মুসলিমের অন্তর্ভূক্ত।
২২ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৯
200669
ইমরান ভাই লিখেছেন : উপরের লিংকের কিতাবগুলো পড়ুন। এগুলো কোন সাধারন শিয়ার কথা নয়। এগুলো তে তাদের নেতাদের আকিদা তাদের কথা সবকিছু স্পষ্ট বলা আছে। আগে দেখুন তাহলে বুঝবেন। তবে কোন শিয়াকে আল্লাহ সুবাহনাহুতাআলা পরিবর্তন করলে সে আর শিয়া থাকে না সে মুসলিম হয়ে যায়।
257003
২২ আগস্ট ২০১৪ সকাল ০৯:২১
শুভ্র আহমেদ লিখেছেন : অনেক উপদল আছে, যারা খাটি মুসলিমদের কাতারে পড়ে। এছাড়াও আমি শিয়াকে বলবঃ কাফের কারন এর জন্য মুসলিম উম্মাহ এর ঐক্যতা নষ্ট হয়েছে, যে কারনে আজ আমরা পথভ্রষ্ট, দূর্বল।
২২ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩৯
200672
কাহাফ লিখেছেন : শীয়াদের যারা খাটি মুসলিমদের কাতারে পড়ে তাদের কে কাফের বলা টা কুফুরি কাজ হয়ে যাবে না.? ভূল বুঝবেন না আমাকে,আমি ক্বাওমীর ছাত্র ছিলাম....।
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৮
200700
ইমরান ভাই লিখেছেন : শীয়া থেকে আল্লাহ যাকে সঠিক পথে ফেরান তারা আর শীয়া থাকে না। তারা মুসলিম হয়ে যায় এখানে তাদের কথা বলা হয় নাই। যারা নিজেকে শীয়া দাবী করে তাদের কথা বলা হয়েছে।
257007
২২ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৮
সত্য প্রিয় বাঙালী লিখেছেন : ভালো লাগল। শিয়াদের ইদানীং উতপাত সত্যিই বেড়েছে। এদের সম্পর্কে না জানার কারনেই এই অবস্থা।
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৯
200701
ইমরান ভাই লিখেছেন : ঠিক বলছেন। ইচ্ছামতো কুফরি শির্ক প্রচার করতেছে ব্লগে। অনেক ব্লগার না বুঝে তাদের সাথে সহমত দিচ্ছে। তাই সবার জানা উচিত শীয়াদের নারীনক্ষত্র।
257015
২২ আগস্ট ২০১৪ সকাল ১০:১৭
বুড়া মিয়া লিখেছেন : অনেকগুলা লিঙ্ক, এ্যাড করে রাখলাম; রাত্রে পড়বো আশা করি।
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৩
200702
ইমরান ভাই লিখেছেন : জি পড়বেন ইনশাআল্লাহ। আপনার পড়া জরুরী মনে হচ্ছে আমার। Love Struck Love Struck
257024
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:০৫
মামুন লিখেছেন : মুসলমানদের ভিতরে এতো উপদল কেন? সবাই কোরআন এবং হাদীসের দ্বারা এক প্ল্যাটফর্মে আসতে কেন পারছে না? আমাদের সামনে দুটি জ্বলন্ত নুর এবং পথনির্দেশ থাকা স্বত্বেও এক হতে না পারাটা আসলেই বড্ড দুঃখের বিষয়। আপনার লেখার জন্য ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৫
200703
ইমরান ভাই লিখেছেন : দল উপদল হবে এটা হাদীসে আছে। তবে জান্নাতী দল হচ্ছে যারা কোরআন ও সহীহ হাদীসকে আকড়ে ধরবে তারা।

আসলে কোরআন ও সহীহ হাদীস আকড়ে না ধরার কারনে আমারদে আজ এই অবস্থা।
257037
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৯
চেতনাবিলাস লিখেছেন : সুন্দর
লেখার জন্য ধন্যবাদ।
আমার " সাচ্চা মুসলমান "
কবিতাটি একটু আগেই
টুডে ব্লগে দিয়েছে। দু 'মিনিটের মত
প্রথম পাতায়
ছিলও। কিন্তু এর পর থেকেই লেখাটি প্রথম
পাতা থেকে উধাও হয়ে গেছে। এমন কি দ্বিতীয়
কিংবা তৃতীয় পাতায়ও নেই। তবে আমার নিজ্বস্ব
পাতায় আছ। টুডে ব্লগ কর্তৃপক্ষ কে বোধ হয়
বাকশালী ভূতেই পাইছে।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/3297/chetonabilas/
২২ আগস্ট ২০১৪ দুপুর ০২:১০
200742
ইমরান ভাই লিখেছেন : ধন্যবাদ আপনার কবিতা পড়তে গেলাম। Talk to the hand
২২ আগস্ট ২০১৪ দুপুর ০২:১১
200744
ইমরান ভাই লিখেছেন : Crying Crying গেলুম কিন্তু ইরোর দেখায় Crying Crying আবার লিংক দেন।
257046
২২ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৭
মাহফুজ আহমেদ লিখেছেন : শিয়া সম্পর্কে অনেকেরই সঠিক ধারনা নাই।
২২ আগস্ট ২০১৪ দুপুর ০২:১০
200743
ইমরান ভাই লিখেছেন : জি একদম ঠিক বলছেন। Love Struck
257071
২২ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৪
বাকপ্রবাস লিখেছেন : ভাল পোষ্ট সংরক্ষণ আর জানার পড়ার মতো, ধন্যবাদ রইল
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৪
201288
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহুখায়রান।
১০
257113
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৫
পাতা বাহার লিখেছেন : প্রচলিত কোরাণের দৃষ্টিতে, সুন্নি, শীয়া, হানাফী, শাফেয়ী, মালেকী,মওদুদী, ওহাবী সবই কাফের।

২২ আগস্ট ২০১৪ রাত ১১:১৪
200919
মাহফুজ আহমেদ লিখেছেন : আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।আমীন
২২ আগস্ট ২০১৪ রাত ১১:১৪
200920
মাহফুজ আহমেদ লিখেছেন : আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।আমীন
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৫
201289
ইমরান ভাই লিখেছেন : পাতাবাহার তুমি হিন্দুও না,খৃষ্টানো না, বৈদ্ধও না, ইহুদিও না, মুসলিমতো তোমাকে বলাই যায়না এতে মুসলিমদের অপমান হয়।
আসলে তুমি হচ্ছ শেরারুন নাস।
টয়লেটের কিট।

আল্লাহ তোমাকে হেদায়েত দিন আমীন।
২৪ আগস্ট ২০১৪ সকাল ১০:০৫
201306
পাতা বাহার লিখেছেন : সত্য বড় কঠিন জিনিস, যা মিথ্যার সবচেয়ে বড় শত্রু। আর আমি যেটা বলেছি সেটাই মূল সত্য, আপনি যাহা বলছেন, তার পুরোটাই মিথ্যা।
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৪
201375
ইমরান ভাই লিখেছেন : আবু জাহেল, আবু লহাব, উতবা, শাইবাও এরখমি বলেছিলো.... অথচ তাদের গলাকাটা লাশ বদরের মাঠে পড়েছিলো।

হয় আল্লাহ তোমাকে হেদায়েত দিবে না হলে তোমাকে কবরে নিয়ে হিদায়েত করবে।

নো চিন্তা ডু যেমনটি তোমার মন চায়।
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৬
201379
পাতা বাহার লিখেছেন : আর যারা বলে শীয়া মুসলিমরা কাফের, কাদীয়ানী মুসলিমরা কাফের, তারাই তো ইমাম বংশকে নিধন করেছিল? তাই নয় কি? আর যারা ইমাম বংশকে নিধন করেছে, তারাই কাফের তাই নয় কি?

সূত্রানুসারে- তাদেরকে হেদায়েত কে করবে বলে আপনি মনে করেন?
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩১
201381
ইমরান ভাই লিখেছেন : মরার অপেক্ষা করো আল্লাহ সব তোমাকে ১০০% বুঝিয়ে দিবে হে কাফের।
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪১
201384
পাতা বাহার লিখেছেন : আমি মরার অপেক্ষা করবো, আর আপনি কি মরবেন না? না কি আপনি চিরজীবি? মরার পরে আপনার কি হবে, সেই চিন্তা করেন। আমাকে নিযে চিন্তা না করলেও চলবে।
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৫
201422
ইমরান ভাই লিখেছেন : আমি তো জানি আমি মরবো তাইতো কোরআন ও সহীহ হাদীস অুনসরন করে চলি। তোমারতো সেটা ভয়নাই।

জান্নাত থেকে তোমাকে জাহান্নামে দেখবো ইনশাআল্লাহ।
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫১
201429
পাতা বাহার লিখেছেন : আপনি কি ভাবে নিশ্চিৎ হলেন যে, আপনি সঠিক ভাবেই কোরাণের আইন পালন করছেন, ও শীয়া এবং কাদীয়ানীরা সঠিক ভাবে কোরাণের আইন পালন করছে না?

২৫ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৭
201653
ইমরান ভাই লিখেছেন : কেমানিক, তোমার স্থান জাহান্নাম তা স্পষ্ট দেখা যাচ্ছে। এতে কোন সন্দেহ নাই তবে আল্লাহ যদি চান।

তোমার জন্য উপদেশ,

কোরআন ও সহীহ হাদীসকে অনুধাবন করো যেভাবে রসুল (সা) ও তার সাহাবা (রা) রা করেছেন।

আর পুনরায় কালেমা পড়ে মুসলিম হও। যদিও এটা আল্লাহই ভালো জানেন তুমি কিসের জন্য সৃষ্ট।

কাফের হয়ে মরোনা। জাহান্নামের লাকড়ি বড় ভয়াবহ।

আশাকরি উপদেশ গুলো কাজে লাগাবে।
১১
257194
২২ আগস্ট ২০১৪ রাত ১০:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৫
201290
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
১২
259244
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:০২
চিরবিদ্রোহী লিখেছেন : সুন্দর ও উপকারী আলোচনা, জাযাকাল্লাহ খইর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File