ব্লগে শিয়াদের উতপাৎ শুরু হয়েছে তাই শিয়া বিষয়ে জানুন হে মুসলিম।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২২ আগস্ট, ২০১৪, ০৮:১১:৫১ সকাল
ব্লগটাতে ইদানিং শিয়া,আর গুরুজি নামের কুখ্যাত কিছু ব্লগারের পদচারনা লক্ষ্য করার মতো।
এদের কে কোরআন বা সহীহ হাদীস থেকে কোন কিছু দেখালে তা মানতে নারাজ কেননা এরা কোরআন ও হাদীস-ই বিশ্বাস করে না, তাহলে মানবে কি??
তাই এগুলো থেকে বেচে থাকতেহলে মুসলিমদেরকে জ্ঞান অর্জন করতে হবে।
হে মুসলিম ভাই/বোন এই সকল জাহান্নামের যাত্রীদের থেকে বেচে জান্নাতের যাত্রীদের সাথে থাকতে হলে জ্ঞান অর্জন করুন।
নিচের লিংকগুলো থেকে বইগুলো পড়ুন।
শিয়া বিষয়ক লিংক
১. শিয়া বিষয়ক ফাইল
২. শিয়া আকিদার অসারতা
৩. শিয়া আলেম ও অধিকাংশ মুসলিম আলেমের মধ্যে বিরোধের বাস্তব চিত্র
৪. শিয়া আকীদা সম্পর্কে ইবন তাইমিয়্যার মিনহাজুস সুন্নাহ থেকে নির্বাচিত কিছু কথা
৫. শিয়া ও মসজিদে আকসা
৬. কতিপয় প্রশ্ন, শিয়া যুবকদের যা সত্যের দিকে ধাবিত করেছে
৭. দ্বাদশ-ইমামী শিয়া ধর্মের মূলনীতিসমূহের সুস্পষ্ট রূপরেখা
বিষয়: বিবিধ
২৪৮৮ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্নেক ভালো লাগলো যাজাকাল্লাহু খাইর।
আসলে কোরআন ও সহীহ হাদীস আকড়ে না ধরার কারনে আমারদে আজ এই অবস্থা।
লেখার জন্য ধন্যবাদ।
আমার " সাচ্চা মুসলমান "
কবিতাটি একটু আগেই
টুডে ব্লগে দিয়েছে। দু 'মিনিটের মত
প্রথম পাতায়
ছিলও। কিন্তু এর পর থেকেই লেখাটি প্রথম
পাতা থেকে উধাও হয়ে গেছে। এমন কি দ্বিতীয়
কিংবা তৃতীয় পাতায়ও নেই। তবে আমার নিজ্বস্ব
পাতায় আছ। টুডে ব্লগ কর্তৃপক্ষ কে বোধ হয়
বাকশালী ভূতেই পাইছে।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/3297/chetonabilas/
আসলে তুমি হচ্ছ শেরারুন নাস।
টয়লেটের কিট।
আল্লাহ তোমাকে হেদায়েত দিন আমীন।
হয় আল্লাহ তোমাকে হেদায়েত দিবে না হলে তোমাকে কবরে নিয়ে হিদায়েত করবে।
নো চিন্তা ডু যেমনটি তোমার মন চায়।
সূত্রানুসারে- তাদেরকে হেদায়েত কে করবে বলে আপনি মনে করেন?
জান্নাত থেকে তোমাকে জাহান্নামে দেখবো ইনশাআল্লাহ।
তোমার জন্য উপদেশ,
কোরআন ও সহীহ হাদীসকে অনুধাবন করো যেভাবে রসুল (সা) ও তার সাহাবা (রা) রা করেছেন।
আর পুনরায় কালেমা পড়ে মুসলিম হও। যদিও এটা আল্লাহই ভালো জানেন তুমি কিসের জন্য সৃষ্ট।
কাফের হয়ে মরোনা। জাহান্নামের লাকড়ি বড় ভয়াবহ।
আশাকরি উপদেশ গুলো কাজে লাগাবে।
মন্তব্য করতে লগইন করুন