ইসলামকে জানতে মুভিটি দেখা যেতে পারে।

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২০ আগস্ট, ২০১৪, ০৪:১৭:১৪ বিকাল

ইসলাম শুরু হয়েছিলো গারীবি অবস্থায় আবার গারীবি হাল হবে আর সুসংবাদ সেই গারীব দের জন্য যারা গারীবি অবস্থায় কোরআন ও সহীহ হাদীসকে আকড়ে ধরে থাকবে।


আমি জানি হয়তবা আপনারা অনেকে এই মুভিটা দেখেছেন। তার পরেও দেখুন অনেক কিছু জানতে পারবেন। আর যারা দেখেন নি তারা আবশ্যই দেখুন।

মুভি: দা ম্যাসেজ


বিষয়: বিবিধ

১৬৩৭ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256356
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মনে অয় অনেক আগে ছবিডা দেখেছিলুম। তয় এ ব্যাপারে নতুন কুনো ছবি বানানো অইছে কিনা একটু খবর দিয়েন জানা থাকলে।
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৪
200002
ইমরান ভাই লিখেছেন : না এরখম আর একটা এখোনো পাইনাই। এই মুভিটা বেস্ট। বাকি গুলা কাফিরুন রা বানাইছে। হাজারো মিথ্যা কাহিনি দিয়ে ভরপুর। আপনার সংগ্রহে কোন কালেকশন থাকলে দিয়েন । Love Struck Love Struck
তবে গ্যাঞ্জাম লাগানো গুলা দিয়েন না কইলাম Tongue Tongue
256360
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর।
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪২
200001
ইমরান ভাই লিখেছেন :
অনেক গুলো ধন্যবাদ খাচ্ছি, অনেক ধন্যবাদ। @আমার ভাইয়া হালিকেনাপু..

Punch Punch Day Dreaming Rolling on the Floor Rolling on the Floor Love Struck Tongue
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০১
200012
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এগুলোতো নুডুলস্ ..... ধন্যা কৈ? Surprised
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৯
200017
ইমরান ভাই লিখেছেন : ওর ভিতরে দেয়া আছে Tongue Tongue
256361
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩২
আফরা লিখেছেন : জী কয়েকবার দেখেছি তবু একটা ধন্যবাদ লন নকলবাজ ভাইয়া ।
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪১
200000
ইমরান ভাই লিখেছেন :
ধন্যবাদ, খাচ্ছি অনেক ধন্যবাদ নকলবাজ বোন।

Punch Punch Day Dreaming Rolling on the Floor Rolling on the Floor Love Struck Tongue
256367
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমরা দেখিনি সময় করে দেখব, ইনশাআল্লাহ! তবে নাম শুনেছিলাাম!
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
200003
ইমরান ভাই লিখেছেন : ইনশাআল্লাহ! অবশ্যই দেখবেন ভাবিকে নিয়ে সময় করে। দারুন একটা মুভি। যা না দেখলে যুদ্ধ কি কেমন কিভাবে করছে কেমন করে ইসলামরে জন্য জীবন দিছে এগুলার বাস্তব চিত্র অদেখা থাকবে বলে আমি মনে করি।

জাজাকাল্লাহ।
256369
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৩
প্রেসিডেন্ট লিখেছেন : বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখেছিলাম ২০০৬ সালে। Happy Happy
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২০
200018
ইমরান ভাই লিখেছেন : Surprised Surprised আমরা কই ছিলুম Crying Crying
256381
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৬
আহ জীবন লিখেছেন : মুভিটা দেখি তারপর ভালো লাগা জানাবো।
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪২
200223
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহুখায়রান।
ভালো লাগার মতোই একটা মুভি। Love Struck
256383
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
একাকী মানুষ লিখেছেন : ইমরান ভাই ইসলাম জানার জন্য মুভীর দরকার নাই,কোরআন হাদীসই যথেষ্ট |আচ্ছা ধরেন সবাই মুভীটা দেখলাম,অনেক শিক্ষা পেলাম কিন্তু একটু পর কি আবার শুরু সেই হিন্ডী গান,তাইলে কি লাভ |সিডিতে ওয়াজ বা মোবাইলে ওয়াজ শুনে কেউ ভালো হইছে কোনোদিন শুনি নাই|তাই পারলে সাহাবীদের জীবনীর উপর পিডিএফ দিন তাহলে সবার মন গলবে |আসলে আমাদের অন্তর পাথর হয়ে গেছে |৯৬***
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৩
200224
ইমরান ভাই লিখেছেন : জি ইসলামকে জানার জন্য কুরআন ও সহীহ হাদীস যথেষ্ট আমি একমত। এবং আমি উপরে তা বলেছি। তবে এই মুভিটা কোরআন ও হাদীসের উপর নির্ভর করে তৈরি করা তাই দিলাম। Love Struck Love Struck
256401
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
মামুন লিখেছেন : অনেকবার দেখেছি। নিজের সন্তানদেরকে সাথে নিয়েও দেখেছি। ধন্যবাদ আপনাকে ভাই। Happy
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৪
200225
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লহুখায়রান। Love Struck আপনাকে এই প্রথম আমার ব্লগে দেখে খুব ভালো লাগছে। Love Struck Love Struck
256425
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : হাদীসের অনুবাদটুকু আরো সুন্দর করা যেতো,
"গারীবি" লিখলে অনেকে ফকির গরীব ভেবে বসবে।
সলে গারীব অর্থ অপরিচিত, আগন্তুক কিংবা অচীন।
আর মুভির কথা কি বলবো? এতো সুন্দর আর সৃজনশীল মুভি যা আমার দৃষ্টিতে যেনো সীরাতে রাসূলের ডিজিটাল সংস্করণ- সেটারও অনেক সমালোচনা হয়েছিলো। একই মানের আরো অনেক ডকুমেন্টারি ও মুভি চাই। বাংলাদেশের চলচ্চিত্র জগত আগিয়ে যাচ্ছে, চাইলেই বাঙ্গালী কোনো পরিচালকের হাত ধরে এমন কিছু হওয়া সম্ভব।
ধন্যবাদ।
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৫
200227
ইমরান ভাই লিখেছেন : আমি হাদীসের ভাবার্থ লিখেছি। আপনার কমেন্ট দেখে আশাকরি আর কেউ এই গারীবকে ফকির ভাববে না।

জাজাকাল্লাহু খায়রান সুন্দর কমেন্টস উপহারের জন্য । Love Struck
১০
256468
২০ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৮
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৭
200229
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহ Love Struck
১১
256567
২১ আগস্ট ২০১৪ রাত ০২:৫২
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৭
200233
ইমরান ভাই লিখেছেন : তোমাকে কালেমার দাওয়াত দিছিলাম তোমার বেদ থেকে উধৃতি দিয়ে, কি গ্রহন করছো???

বেদ না মানলে তুমি হিন্দু থাকবা কিভাবে???
১২
256650
২১ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৬
কাহাফ লিখেছেন : ইসলামের কিছুটা জানতে........। খুব ভাল লেগেছে।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৮
200325
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।Love Struck
১৩
257326
২৩ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৭
প্রেসিডেন্ট লিখেছেন : ইউটিউব হতে মুভিটি মুছে দেওয়া হয়েছে কপিরাইট ইস্যূতে। দুঃখজনক।
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৮
201283
ইমরান ভাই লিখেছেন : Crying Crying Crying Worried দেখি কোথায় আপলোড করে লিংক দেয়া যায়কি না। Yawn Yawn
১৪
257582
২৪ আগস্ট ২০১৪ রাত ০২:২১
বাজলবী লিখেছেন : অামি অাগে দেখেছি।ধন্যবাদ।
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৮
201284
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহ।Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File