আগুন ধরার সাহস করুন, হে মুসলিম!

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৫ আগস্ট, ২০১৪, ০৩:২৮:২৪ দুপুর





{{{আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) হতে মওকুফ হিসেবে সহিহ সনদে বর্ণিত, অবশ্য এটি হুকুম গত ভাবে মারফু}}}

ইবনে মাসউদ (রা) বলেন,

তোমাদের অবস্থা কেমন হবে যখন ফেতনা (বিদ’আত) তোমাদেরকে এমন ভাবে আস্ঠেপৃস্ঠে জরিয়ে ধরবে যে, এই ফিতনার মধ্যেই তোমাদের বড়রা বৃদ্ধ হবে এবং ছোটরা বড় হবে। মানুষ বিদ’আতের উপরই চলতে থাকবে ।

এমতবস্থায় তারা সেটাকেই সুন্নত হিসেবে গ্রহণ করেব। যখন কোন বিদ’আতকে ত্যাগ করা হবে তখন বলাহবে, সুন্নাহ কে পরিত্যাগ করা হয়েছে? লোকেরা বলল এটা কখন হবে?

তিনি বললেন,

(ক) যখন তোমাদের আলেমরা মৃত্যু বরণ করবেন ও মুর্খদের সংখ্যা বৃদ্ধি পাবে।

(খ) যখন সাধারন আলেমের সংখ্যা বৃদ্দি পাবে কিন্তু জ্জানী আলেমের সংখ্যা কমে যাবে।

(গ) যখন নেতার সংখ্যা বৃদ্দি পাবে কিন্তু আমানতদারের সংখ্যা কমে যাবে।

(ঘ) যখন আখেরাতের কাজের মাধ্যমে দুনিয়া তালাশ করা হবে এবং দ্বীন ব্যাতিত অন্য উদ্দেশ্যে জ্জানার্জন করা হবে।


(দারেমী হা/১৯০ “যুগের পরিবর্তন ও তার মধ্যে যা ঘটেবে” অনুচ্ছেদ-২২, দারেমী দুটি সনদে হাদিসটি বর্ণনা করেছেন। যার একটি সহিহ অন্যটি হাসান। হাকেম ৪/৫১৪-১৫ হা/৮৫৭০, ফিতনা ও মালাহিম অধ্যায়, ছহিহ তারগীব হা/১১১)

নাসিরউদ্দিন আলবানি বলেছেন:

আমার বক্তব্য হল এই হাদিসটি রসুল (সা) এর নবুআত ও রিসালাতের সত্যতা নিদর্শন । কারন বর্তমান যুগে এই হাদিসটি প্রত্যেকটি অংশ সত্য প্রতিপন্ন হয়েছে।

তন্মদ্ধে অন্যতম হল বিদ’আতের আধিক্য এবং তার প্রতি মানুষের আকর্শন এমন এক পর্যয়ে উপনিত হয়েছে যে, শেষ অবধি তারা বিদ’আতকেই সুন্নত হিসেবে গ্রহন করেছে এবং উহাকেই অনুসরনীয় ধর্মাচরনে পরিনত করেছে।

যখন আহলুস সুন্নাহ (হাদিসের অনুসারী) প্রকৃত অর্থে বিদ’আত থেকে বিমুখ হয়ে রসুল (সা) এর সহিহ হাদিসকে আকড়ে ধরে, তখন বলা হয়- “সুন্নাতকে পরিত্যাগ করা হয়েছে”।

{{সহীহ হাদীসের আগুনকে ধরার চেষ্টা করুন হে মুসিলিম}}

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251218
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫২
বাজলবী লিখেছেন : জাযাকাল্লাহ খাইর।
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:২২
195542
ইমরান ভাই লিখেছেন : ওয়া আনতুম ফাজাজাকুমুল্লাহু খায়রান। Happy
251239
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
আফরা লিখেছেন : সময়ের সাথে তাল রেখে পোষ্ট ! অনেক ধন্যবাদ নকলবাজ ভাইয়া ।
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:২২
195543
ইমরান ভাই লিখেছেন : নকলবাজ বোন ধন্যবাদ জাজাকাল্লাহ Love Struck
251245
০৫ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
আহ জীবন লিখেছেন : আজ আপনি ডাক দিলেন একত্রিত হব না বা হবে না। কিন্তু আমি আলাদা ভাবে বা অন্য কেউ আলাদা ভাবে আক্রান্ত হওয়ার পর ঠিকই এর গুরুত্ব উপলব্ধি করব বা করবে। চিৎকার করব বা করবে কেউ শোনার থাকবে না।
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:২২
195544
ইমরান ভাই লিখেছেন : হুম তা ঠিক...Love Struck
251302
০৬ আগস্ট ২০১৪ রাত ১২:১২
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইনশা আল্লাহ্
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৩
195545
ইমরান ভাই লিখেছেন : ইনশাআল্লাহ Love Struck
251303
০৬ আগস্ট ২০১৪ রাত ১২:১৪
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৩
195546
ইমরান ভাই লিখেছেন : হাপাচ্ছেন কেন? Surprised Surprised ভয় পাইছেন বুঝি Smug
251354
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৫:৫৯
বুড়া মিয়া লিখেছেন : আপনারা তো জান্নাতে চলে যাচ্ছেন! আমরা আগুন মুষ্টিতে কি ধরবো, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পুরা দেহ-মন নিয়ে আগুনের (জাহান্নামের) দিকে-ই যাচ্ছি!
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৫
195547
ইমরান ভাই লিখেছেন : জান্নাতের সার্টিফিকেট আল্লাহর রসুল (সা) ছাড়া কেউ দিতে পারে না। তাই জান্নাতে চলে যাবো ভাবতেই পারি না। তবে আল্লাহ আপনার দোয়া কবুল করুন।

ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় জান্নাতের যাওয়া যেতে পারে যেমনটা হাদীসে এসেছে।

আর এর সহজ সর্ত তা হলো কোরআন ও সহীহ হাদীস অনুযায়ী আমল করা ব্যাচ নির্ঝন্ঝাট কোন ত্রুটিবিচ্যুতি ছাড়াই। Love Struck Love Struck
251492
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : যাযাকুমুল্লাহ।
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪০
195624
ইমরান ভাই লিখেছেন : ওয়াআনতুম ফাজাজাকুমুল্লাহু খায়রান Happy ভাই কেমন আছেন ? Love Struck
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৪
195625
প্যারিস থেকে আমি লিখেছেন : জনাব আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ও আপনারা কেমন আছেন ?
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৭
195660
ইমরান ভাই লিখেছেন : মুহতারাম, Love Struck আমি ও আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি Love Struck Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File