পুরুষের জন্য সৈন্দয্য বর্ধনের কিছু টিপস.... Big Grin

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৪ আগস্ট, ২০১৪, ১২:৫৬:০৭ দুপুর





পুরুষের জন্য সৈন্দয্য বর্ধনের কিছু টিপস...... Big Grin Day Dreaming Yahoo! Fighter

=============

=

=

=

=

=

=

=

==

=

=

==

=

=

==

=

=

=

==

=

=

=

===

১) আপনার চোখকে উজ্জ্বল রাখতে...বেগানা নারী থেকে চোখ নামিয়ে নিন, এতে আপনার চোখ ঝকঝকে ও মন পরিশুদ্ধ থাকবে।

২) আপনার চেহারাকে সুন্দর ও উজ্জ্বল করতে, কমপক্ষে দিনে পাঁচবার অজু করুন।

৩) নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে সবসময় আল্লাহকে স্মরণ করুন এবং ন্যায়নিষ্ঠ থাকুন।

৪) পৌরুষদীপ্ত চেহারার জন্য দাঁড়ি বড় করুন, গোঁফ ছেঁটে রাখুন; নারীসুলভ কমনীয় গাল আপনার জন্য নয়।

৫) একই সাথে মজবুত ও সংবেদনশীল ব্যক্তিত্বের অধিকারী হতে অন্যায়ের প্রতিবাদ করুন, দুর্বলকে সাহায্য করুন।

৬) নির্ভরযোগ্যতা অর্জন করতে সত্য কথা বলুন, কথা দিয়ে কথা রাখুন।

৭) হার্টের সমস্যা এড়াতে, যারা আপনাকে কষ্ট দেয় তাদের ক্ষমা করুন।

৮) সুস্থ দেহের জন্য হালাল ও পরিমিত খাবার খান।

সৃষ্টিকর্তার এই উপদেশগুলো মেনে চললে, আপনি অন্তরে ও বাইরে সত্যিকারের সুপুরুষ হতে পারবেন ইন শা আল্লাহ।

{কালেকটেড কুরআনের আলো থেকে}

বিষয়: বিবিধ

১৭০৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250705
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:২০
ফেরারী মন লিখেছেন : Big Grin Big Grin Thumbs Up Thumbs Up Thumbs Up ট্যাংকু
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৬
195274
ইমরান ভাই লিখেছেন : Happy ঠ্যাংকু, বাট সেই তো আপনার ছবির চোখ দেইখা Frustrated Frustrated চোখের বারোটা বাজাইলন Frustrated Frustrated
250712
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২২
195305
ইমরান ভাই লিখেছেন : আফনের ভালা লাগার সাথে কারে কোন সম্পর্ক আছে বলে আজপযন্ত দেখলুম নাThinking

ধন্যাবাদ Happy
250731
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৬
বেআক্কেল লিখেছেন : মহিলা সৌন্দর্য বিশেষজ্ঞ ড, ফখ..... ইসলামের সাহায্য নিয়া পুরুষের সৌন্দর্য বাড়াবার পরামর্শ লইলে লিখাটি হাজার ভাগ পূর্ন হইত।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৩
195306
ইমরান ভাই লিখেছেন : হিজরার পরামর্শ নিতে কইতাছেন Surprised Surprised ১০০ কিলো দুরে থাকাই ভালো ঐ সহীহ হাদীস অস্বীকার কারী মুরতাদের থেকে। Love Struck
250734
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩১
আফরা লিখেছেন : নকলবাজ ভাইয়া যদিও এটা অনেক ভাল পোষ্ট যদি এই ব্লগের একজন ও এই পোষ্ট থেকে ফায়দা গ্রহন করে সদকায়ে যারিয়া হিসাবে কিছু ছাওয়াব আপনার আমল নামায় জমা হবে । ইনশা আল্লাহ !

নকলবাজ ভাইয়া নিজের ব্রেন খাটান আরো বেশী বেশী ছাওয়াব হাসিল করুন ।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৫
195307
ইমরান ভাই লিখেছেন : নকলবাজ ভাইয়ের নকল বোন Tongue Tongue
ধন্যবাদ Good Luck Good Luck
ব্রেন খাটাবো Surprised ঠিক আছে Tongue
250738
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৬
সজল আহমেদ লিখেছেন : এগুলো সব পরীক্ষিত টিপস।
আল্লাহ্ আপনার সহায় হউন ।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৫
195308
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহ Love Struck
250750
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০০
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া। ভালো উদ্যোগ নিঃসন্দেহে। বারাকাল্লাহু ফিক।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৬
195309
ইমরান ভাই লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম বোনজি Love Struck
ধন্যবাদ আপনাকে...
আপনার ছেলেটাকে ইদানিং আর দেখতেছিনা, কি সমস্যা? পেট খারাপ হয়েছে বুঝি Rolling Eyes Rolling Eyes
250770
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৪
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : স্টেন্ডারড লেখা, মুহাম্মদী ফ্যাশন, সরবাধুনিক, আন্তরজাগতিক
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৭
195310
ইমরান ভাই লিখেছেন : Love Struck Love Struck একদম সঠিক
জাজাকাল্লাহ Love Struck Love Struck
250773
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৬
হতভাগা লিখেছেন : নারীদের সৌন্দর্য্যের জন্য মনে হয় কোন টিপস্‌ পবিত্র ক্বুরআনে নেই ,তাহলে কেন তারা সৌন্দর্য্য বর্ধনের জন্য পারলারে গমন করে ?

রমজানের শেষের দিকে রাত ৮ টায় এক সৌন্দর্য্য বর্ধন অনুষ্ঠানে দেখলাম (সম্ভবত এস এ বা এশিয়ান চ্যানেল ) ''ইফতার পার্টিতে '' যাবার সাজ ! ঠোঁটে লিপস্টিক লাগানো তো যে কোন সাজেরই অতীব গুরুত্বপূর্ণ বিষয় । এখানেও তাই আছে ।

কথা হল - এই সাজ কার জন্য ?
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৮
195311
ইমরান ভাই লিখেছেন : পারলার গুলা বন্ধ করে দেন আর যাবে না Tongue
আপনার কি বিয়া হইছে? (ডোন্ট মাইনড Crying )
250812
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৩
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৮
195312
ইমরান ভাই লিখেছেন : Love Struck Love Struck Love Struck phbbbbt
১০
250819
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৮
দিশারি লিখেছেন : Thumbs Up Rose Big Hug Rose :D/ Rose
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৮
195313
ইমরান ভাই লিখেছেন : Love Struck Love Struck Love Struck phbbbbt Applause Rolling Eyes
১১
250960
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নতুন আরেক্কান শাদী করণের শখ জাগছে মনে?
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:২৯
195314
ইমরান ভাই লিখেছেন : আপনার এই চিন্তা কি আমার বউ যানে??
যানলে নিশ্চিত আপনার লগে গ্যাঞ্জাম লাগাইবোই Tongue Tongue
১২
250973
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:৪১
সত্যলিখন লিখেছেন : [img]http://www.onbangladesh.org/blog/bloggeruploadedimage/sottolikhon/1407170418.jpg[/img

" যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজসাধ্য করে দেন৷
এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন৷ যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গোনাহসমূহ মুছে ফেলবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন৷ "
সুরা তালাক ৪-৫

শিক্ষা হলোঃ

এই উপদেশটি যদিও সবার জন্য এবং মানবজীবনের সব পরিস্থিতিতেই তা প্রযোজ্য । মুসলমানদের এ মর্মে সতর্ক করা হয়েছে আল্লাহ করানে যেসব নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করতে গিয়ে দায়িত্বের যত বড় বোঝাই আমাদের ওপর াসুক না কেন আল্লাহর ভয় মনে রেখে সর্বাবস্থায় তা মেনে চলতে হবে ইনশাল্লাহ।
আল্লাহ আমাদের সকল কাজ সহজ করে দেবেন, আমাদের গোনাহ মাফ করবেন এবং আমাদেরকে বড় পুরস্কার দান করবেন ।
আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেসমূহ পালনের উদ্দেশ্যে যে বোঝা বহন করা হবে আল্লাহর প্রতিশ্রুতি হলো, তিনি মেহেরবানী করে সে বোঝা হাল্কা করে দেবেন এবং তার বিনিময়ে এত বড় পুরস্কার দেবেন, যা দুনিয়ায় বহনকৃত এই ক্ষুদ্র বোঝার তুলনায় অনেক অনেক বেশী মুল্যবান হবে ।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৩০
195315
ইমরান ভাই লিখেছেন : আমীন সুম্মা আমীন Love Struck Love Struck
১৩
250979
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:৫০
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৩০
195316
ইমরান ভাই লিখেছেন : Happy Happy Love Struck Love Struck Rolling Eyes
১৪
251151
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেীন্দর্য বাড়াইয়া লাভ কি??
মেয়েরা তো শুধু পকেট টা দেখে। Worried Worried
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৮
195379
ইমরান ভাই লিখেছেন : সবাই এই থিউরিতে বিশ্বাসী না। যারা সৈন্দয্য দেখবে তারা অটোমেটিক আপনাকে দেখবে।
Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File