আপনার শায়খ গোগল (google) হতে সাবধান!!!! (২)
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৮ জুন, ২০১৪, ০৪:০৬:৫৪ বিকাল
আপনার শায়খ গোগল (google) হতে সাবধান!!!!
আল্লাহ্র কুদরত নিয়ে প্রতারণা
ইন্টারনেটে আরেক ধরণের প্রতারণা হল উল্টোপাল্টা কিছু ছবিকে আল্লাহ্র কুদরত হিসেবে প্রচার করা। যেমন, নিচের ছবিটি প্রায়ই ফেইসবুকে মানুষকে প্রচার করতে দেখা যায় যেখানে দাবি করা হয় যে এটি কু’রআনে বলা আ’দ জাতির কংকাল, যারা কি না বিশাল দেহী ছিলঃ
কিন্তু আসলে এই ছবিগুলো বানানো।একটি ফটোশপ প্রতিযোগিতায় এই ধরণের ছবিগুলো বানানো হয়েছিল। গিয়ে দেখুন ফটোশপ দিয়ে কি অসাধারণ সব নকল ছবি তৈরি করা যায়।
এরকম আরও ভুয়া ছবি দেখবেন যেখানে গরুর চামড়ায় আরবিতে আল্লাহ্ লেখা আছে, কোনো গাছ সিজদা দিচ্ছে, কোনো ফলের ভিতরে আল্লাহ্ লেখা আছে, কোনো পাহাড় দেখলে মনে হবে সে সিজদা দিচ্ছে, আকাশের মেঘে আরবিতে আল্লাহ্র নাম ইত্যাদি। এগুলো কোনটাই বিশ্বাস করবেন না এবং অন্যের কাছে ছড়াবেন না।
নিচের ছবিটি দেখুন....লইকের হিরিক পড়ছে অজ্ঞ নামধারী মুসলিমদের।
বিষয়: বিবিধ
১৮১৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিংটা একটু ঘুড়ে আসুন
মহান আল্লাহকে বিশ্বাস করতে, মেনে চলতে আমাদেরকে টমেটো, গাছপালা, মেঘ, ইত্যাদির মধ্যে তাঁর নাম খুঁজে বেড়াতে হবে কেন? বিষয়টি সুন্দর করে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে...
১.ইমান ধংশের জন্য
২.মানুষকে ইসলাম থেকে দুরে সরানোর জন্য
৩.শির্ক করানোর জন্য
৪. কুফফারদের নতুন চাল
৫.মুসলিমের আত্ববিশ্বাসকে মুছে ফেলার জন্য
৬.লাইক পাবার আশায়
৭.নিজেকে প্রমোটের জন্য
সবথেকে আসল কারন হচ্ছে.....
দুনিয়ার স্বার্থে দ্বীন কে বিক্রি করা।
মন্তব্য করতে লগইন করুন