নাছিরুদ্দিন হোজ্জার গল্প.....২
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ৩০ এপ্রিল, ২০১৪, ০৯:২১:০৩ সকাল
গল্প গুলো শুধু মাত্র একটু বিশুদ্ধ হাসীর জন্য।
গল্প নং ১:
হোজ্জা তাঁর বন্ধুকে চিঠি লিখছিলেন।
একজন উৎসুক প্রতিবেশী চুপিচুপি হোজ্জার পেছনে এসে চিঠিতে কী লেখা হচ্ছে, তা পড়তে থাকে।
এদিকে হোজ্জার সামনে ছিল একটা আয়না। ওই আয়নাতেই হোজ্জা লোকটাকে দেখতে পেলেন।
হোজ্জা,পুরো ব্যাপারটা পাত্তা না দিয়ে চিঠি লিখতে লাগলেন: ‘অনেক কিছুই লেখার ছিল। কিন্তু পারলাম না। ঠিক এই মুহূর্তে একজন অভদ্র ও নির্লজ্জ লোক আমার পেছনে দাঁড়িয়ে চিঠি পড়ছে—’
লোকটা রেগেমেগে অভিযোগ করল, ‘হোজ্জা, আপনি এসব কী লিখছেন? আমি কখন আপনার পেছনে দাঁড়িয়ে চিঠি পড়েছি?’
জবাবে হোজ্জা বললেন, ‘তুমি যদি আমার পেছনে দাঁড়িয়ে চিঠি না পড়তে, তাহলে জানলে কী করে চিঠিতে আমি কী লিখেছি?’
গল্প নং ২:
হোজ্জার পীর একদিন ওযু করতে গিয়া পুকুরের পানিতে পড়ে গেল।
তো মসজিদের সকল মুসল্লিরা এসে বলতে লাগলে "পীর সাহেব আপনার হাতটা দেন, পীর সাহেব আপনার হাতটা দেন"
কিন্তু পীর সাহেব হাত দিল না।
মুরীদ হোজ্জা এসে বলল, "ভাইসব, আমার পীর শুধু নিতে জানে দিতে জানেনা,"
"পীর সাহেব আমার হাতটা নেন"
এই কথা বলা মাত্রই পীর সাহেব হোজ্জার হাত ধরে উঠে আসল....
পূর্বের পর্ব না পড়লে মিস করবেন : নাসিরুদ্দিন হোজ্জার গল্প-------
বিষয়: বিবিধ
৩১২৬ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবারের জোকস গুলা বেশী ভাল হয়েছে
বাংলাদেশ বলে কথা।
আপনি আমার ব্লগে এই প্রথম(মনেহচ্ছে) আবার পছন্দ করছেন রঙিন কাঠাল তাই আপনার জন্য আবারো কাঠাল যেটা পছন্দ হয় সেটাই আপনার। নিয়ে নেন তারাতারি ভাইজান।
ধন্যবাদ সুমাবীবা...
মন্তব্য করতে লগইন করুন