কিছু ছবি অনুধাবন যোগ্য দেখে যান একটু....
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৭ মার্চ, ২০১৪, ০৩:৫৩:২৯ দুপুর
আমাদের বসবাসের স্থান আলহামদুলিল্লাহ..
স্যাটেলাইট ভিউ..
লং ভিউ..
আমাদের একমাত্র উপগ্রহ চাদ..
রাতদিন পরিবর্তনের চিত্র..
আমাদের জলভাগ স্থভাগের চেয়েও বেশি..
আমাদের পৃথিবী তার ছোট সহদরদের সাথে..
আমাদের পৃথীবি তার বড় সহদরদের সাথে..
আমাদের পৃথিবী সূযের পাশে হারিকেন.. হারিকেনের নামটা স্বার্থক
আমাদের সূর্য অন্য সূর্যের চেয়ে বড় মামাদের সাথে.. পৃথিবীর তো কোন খবর নাই
আমরা ঘুড়ছি অজানা পথে...
১) একটু দেখুন আর ভাবুন কি অসহায় আমরা আল্লাহর সৃস্টির এই বস্তু গুলোর কাছে?
২) তার পরেও আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি না?
৩)আল্লাহর দেয়া রসুল (সা) এর নিয়ে আসা সরল পথের উপরে থাকি না?
৪) এই পৃথীবির ক্ষমতা নিয়া কাড়াকাড়ী?
৫) মানুষ হত্যা?
৬) কত অশান্তি?
৭) কত কিছু যে আছে.....
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُواْ رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالاً كَثِيرًا وَنِسَاء وَاتَّقُواْ اللّهَ الَّذِي تَسَاءلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচঞ্ঝা করে থাক এবং আত্নীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।
আরোও অনেক কিছু বলা যায় আপনারা কিছু বলুন।
বিষয়: বিবিধ
২৩৩৮ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২) তার পরেও আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি না? অনেক ধন্যবাদ
= কিছু ছবি অনুধাবন যোগ্য দেখে যান একটু....
সূর্য একটা নক্ষত্র , যার নিজস্ব আলো আছে ।
Pollux , Arcturus এরাও নক্ষত্র । এদেরকে হলুদ রং দিয়ে বুঝানো হয়েছে ।
Sirlus কে সাদা রং দিয়ে দেখানো হয়েছে । সাদা রং দিয়ে কি indicate করা হয়েছে ? এটা কি Supernova ?
পবিত্র তিনি যিনি যমীন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে এবং যা তারা জানে না, তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন।
وَآيَةٌ لَّهُمُ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُم مُّظْلِمُونَ [٣٦:٣٧]
তাদের জন্যে এক নিদর্শন রাত্রি, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারে থেকে যায়।
وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ [٣٦:٣٨]
সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর নিয়ন্ত্রণ।
وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ [٣٦:٣٩]
চন্দ্রের জন্যে আমি বিভিন্ন মনযিল নির্ধারিত করেছি। অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায়।
لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ ۚ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ [٣٦:٤٠]
সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে।
তথাপি কিছু লোক কুয়ার ব্যাং এর মতই নিজেদের সর্বজান্তা দাবি করছে।
ধন্যবাদ সুন্দর শিক্ষামুলক পোষ্টটির জন্য।
জাজাকাল্লাহ...
আলহামদুলিল্লাহ ওয়া বি হামদিহী..
আমাদেরকে শুকরিয়া আদায় কারীর তালিকাভুক্ত করো হে আমাদের রব। আমিন।
আপনি উপলব্দি করার মত একটা পোস্ট কত কত কত ক্ষুদ্র আমরা!!!!!!!!
জাজাকাল্লাহু খায়রান।
মন্তব্য করতে লগইন করুন