কিছু ছবি অনুধাবন যোগ্য দেখে যান একটু....

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৭ মার্চ, ২০১৪, ০৩:৫৩:২৯ দুপুর

আমাদের বসবাসের স্থান আলহামদুলিল্লাহ..



স্যাটেলাইট ভিউ..



লং ভিউ..



আমাদের একমাত্র উপগ্রহ চাদ..



রাতদিন পরিবর্তনের চিত্র..



আমাদের জলভাগ স্থভাগের চেয়েও বেশি..



আমাদের পৃথিবী তার ছোট সহদরদের সাথে..



আমাদের পৃথীবি তার বড় সহদরদের সাথে..



আমাদের পৃথিবী সূযের পাশে হারিকেন.. Tongue হারিকেনের নামটা স্বার্থক I Don't Want To See



আমাদের সূর্য অন্য সূর্যের চেয়ে বড় মামাদের সাথে.. পৃথিবীর তো কোন খবর নাই At Wits' End



আমরা ঘুড়ছি অজানা পথে...



১) একটু দেখুন আর ভাবুন কি অসহায় আমরা আল্লাহর সৃস্টির এই বস্তু গুলোর কাছে?

২) তার পরেও আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি না?

৩)আল্লাহর দেয়া রসুল (সা) এর নিয়ে আসা সরল পথের উপরে থাকি না?

৪) এই পৃথীবির ক্ষমতা নিয়া কাড়াকাড়ী?

৫) মানুষ হত্যা?

৬) কত অশান্তি?

৭) কত কিছু যে আছে.....

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُواْ رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالاً كَثِيرًا وَنِسَاء وَاتَّقُواْ اللّهَ الَّذِي تَسَاءلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচঞ্ঝা করে থাক এবং আত্নীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।

আরোও অনেক কিছু বলা যায় আপনারা কিছু বলুন।

বিষয়: বিবিধ

২৩৩৮ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193540
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : তার পরেও আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি না?
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৬
144199
ইমরান ভাই লিখেছেন : শুধু এতোটুকুই? নতুন পয়েন্ট বলেন? কপিপেস্ট Surprised Surprised
193541
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৮
মদীনার আলো লিখেছেন : একটু দেখুন আর ভাবুন কি অসহায় আমরা আল্লাহর সৃস্টির এই বস্তু গুলোর কাছে?

২) তার পরেও আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি না? অনেক ধন্যবাদ
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৪
144204
ইমরান ভাই লিখেছেন : নতুন কোন পয়েন্ট আশা করছি। Love Struck
193542
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০১
আওণ রাহ'বার লিখেছেন : কিছু ছাবি অনুধাবন যোগ্য দেখেযান একটু....
= কিছু ছবি অনুধাবন যোগ্য দেখে যান একটু....
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৫
144205
ইমরান ভাই লিখেছেন : ধন্যবাদ অনুধাবনের জন্য। নতুন কোন পয়েন্ট থাকলে স্বাগতম। Love Struck
193545
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৮
হতভাগা লিখেছেন : সুব'হান আল্লাহ !





সূর্য একটা নক্ষত্র , যার নিজস্ব আলো আছে ।

Pollux , Arcturus এরাও নক্ষত্র । এদেরকে হলুদ রং দিয়ে বুঝানো হয়েছে ।

Sirlus কে সাদা রং দিয়ে দেখানো হয়েছে । সাদা রং দিয়ে কি indicate করা হয়েছে ? এটা কি Supernova ?
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪১
144225
ইমরান ভাই লিখেছেন : এখানে ঘুরে আসুন Click this link
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪২
144226
ইমরান ভাই লিখেছেন : এখানে ঘুরে আসুন [Click this link
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩০
144238
ইমরান ভাই লিখেছেন : সাইরাস সম্মন্ধ্যে আরো বিস্তারিত জানতে http://en.wikipedia.org/wiki/Sirius
193547
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৬
শিশির ভেজা ভোর লিখেছেন : ছুবহানআল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি। না জানি কত সুন্দর
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৯
144232
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহ..নতুন কোন পয়েন্ট যোগ করুন।
193551
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩০
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : আল্লাহর শুকরিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবনা,তাই বারবার বলি আলহামদুলিল্লাহ।
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৯
144233
ইমরান ভাই লিখেছেন : সুবহানাল্লাহী ওয়াবি হামদিহি।
193556
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
মদীনার আলো লিখেছেন : سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ [٣٦:٣٦]
পবিত্র তিনি যিনি যমীন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে এবং যা তারা জানে না, তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন।
وَآيَةٌ لَّهُمُ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُم مُّظْلِمُونَ [٣٦:٣٧]
তাদের জন্যে এক নিদর্শন রাত্রি, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারে থেকে যায়।
وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ [٣٦:٣٨]
সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর নিয়ন্ত্রণ।
وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ [٣٦:٣٩]
চন্দ্রের জন্যে আমি বিভিন্ন মনযিল নির্ধারিত করেছি। অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায়।
لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ ۚ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ [٣٦:٤٠]
সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে।
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২২
144234
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহ..
193567
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ছোট্ট সাদা নক্ষত্রটাকে টিকটিকির ডিমের মতো লাগে আমার Winking Love Struck যাইহোক ইমরান দাদা'র পোস্ট দেখে মনটাও ভালো হয়ে গেল Big Hug Big Hug
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৩
144235
ইমরান ভাই লিখেছেন : মাশাআল্লাহ. জাজাকাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বি হামদিহি। Love Struck Love Struck
193584
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
রাইয়ান লিখেছেন : খুবই সুন্দর উপস্থাপনা আপনার ৷ আল্লাহ রাব্বুল আলামীন এর সৃষ্টি বৈচিত্র এত নিখুঁত ও সঠিক যে চিন্তা করতে গেলেও থৈ হারিয়ে ফেলতে হয় ৷ শুকরিয়া , সুন্দর এ পোস্টটির জন্য !
১৮ মার্চ ২০১৪ সকাল ০৮:০৪
144436
ইমরান ভাই লিখেছেন : ইনশাআল্লাহ আল্লাহর সাথে দেখা হবে জান্নাতে। আল্লাহ কবুল করুন আমিন।
১০
193595
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
সিটিজি৪বিডি লিখেছেন : দুনিয়ার চাকচিক্য আমরা সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে যত সব অপকর্ম করে বেড়ায়। ভালো লাগলো
১৮ মার্চ ২০১৪ সকাল ০৮:০৬
144437
ইমরান ভাই লিখেছেন : দুনিয়াতে থেকে দুনিয়াকে অনেক বড় মনে হয় তাই এই চাকচিক্য। যারা এই রখম এদেরকে মহাশুন্যে পাঠানো দরকার রকেট ছাড়া। Tongue Tongue Tongue তার পরে যাদি তাদের একটু সুমতি হয়।
১১
193610
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এখনও এই বিশাল সেীরজগতে আমাদের প্রকৃত অবস্থান কি তা জানিনা। অথচ কিছু লোক দাবি করে যে বিজ্ঞান নাকি স্রষ্টার অনস্তিত্ব প্রমান করে ফেলেছে! এই সেীর জগতের বাইরে যে বিশাল জগত তার কি অবস্থা আমাদের দৃষ্টি বা জ্ঞানের সীমার মধ্যেই আসেনা।
তথাপি কিছু লোক কুয়ার ব্যাং এর মতই নিজেদের সর্বজান্তা দাবি করছে।
ধন্যবাদ সুন্দর শিক্ষামুলক পোষ্টটির জন্য।
১৮ মার্চ ২০১৪ সকাল ০৮:০৮
144438
ইমরান ভাই লিখেছেন : যারা বলে যে, স্রস্ঠার অনস্তিত্ব প্রমান করে ফেলেছে!(কুয়ার ব্যাঙ্গ) তাদেরকে পেটের মধ্যে নাইট্রজেন গ্যাস ভরে মুখে আগুন লাগায়া দিলে পিছন দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে মহাশুন্যে ভ্রমন করানো দরকার। রকেট ছাড়াই তাইলে যদি একটু শিক্ষা হয় Tongue Tongue Love Struck Love Struck Love Struck
১২
193656
১৭ মার্চ ২০১৪ রাত ০৮:৩৫
ফেরারী মন লিখেছেন : জটিল পোষ্ট। অনেক ধন্যবাদ
১৮ মার্চ ২০১৪ সকাল ০৮:১০
144439
ইমরান ভাই লিখেছেন : সরল পোস্ট অনুধাবনের উপস্থিতি দরকার। আপনার প্রফাইল পিকটা চেন্জ করা যায় কি?
১৩
193772
১৮ মার্চ ২০১৪ রাত ০১:১২
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : তারপরও এই গন্ডারের চামড়ায় বোধোদয় হয়না......
১৮ মার্চ ২০১৪ সকাল ০৮:১১
144440
ইমরান ভাই লিখেছেন : গন্ডারের চামড়ায় তো বোধদয়হবে না এটা জানা কথা কিন্তু অন্তর তো আর গন্ডারের চামড়া নয় তাই অন্তর দিয়ে গন্ডারের চামড়াকে অনুধাবন করাতে হবে।

জাজাকাল্লাহ...
১৪
193805
১৮ মার্চ ২০১৪ রাত ০৩:৪৮
প্যারিস থেকে আমি লিখেছেন : তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার।
১৮ মার্চ ২০১৪ সকাল ০৮:১৪
144442
ইমরান ভাই লিখেছেন : হে আল্লাহ আমরা তোমার কোন নিয়ামতকে অস্বিকার করি না, কখোনই না, জীবনেও না, কোন অবস্থাতেই না, রুহ বের হয়ে যাবার আগের মুহুর্তেও না,

আলহামদুলিল্লাহ ওয়া বি হামদিহী..

আমাদেরকে শুকরিয়া আদায় কারীর তালিকাভুক্ত করো হে আমাদের রব। আমিন।
১৫
194155
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৫
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান

১৯ মার্চ ২০১৪ সকাল ০৮:০০
144963
ইমরান ভাই লিখেছেন : আমিন। জাজাকাল্লাহ..Love Struck Love Struck
১৬
194463
১৯ মার্চ ২০১৪ রাত ০৩:০০
ভিশু লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা ক্বিয়ামাও ওয়া কুউদাও ওয়া'লা যুনূবিহিম...> > > Praying Praying Praying
১৯ মার্চ ২০১৪ সকাল ০৭:৫৯
144962
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহ..Love Struck Love Struck
১৭
195358
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্ট। যাজাকাল্লাহ।
২১ মার্চ ২০১৪ সকাল ০৮:৩১
145816
ইমরান ভাই লিখেছেন : বারাকাল্লাহুফিকুম।...Love Struck Love Struck ধন্যযুক্ত আপাজি।
১৮
195686
২১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৮
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। খুব ভাল লেগেছে স্রষ্টার সৃষ্টিশৈলীর নৈপুর্নতা আর বিশালতা দেখে।
২১ মার্চ ২০১৪ দুপুর ০২:০৫
145887
ইমরান ভাই লিখেছেন : ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কদির। জাজাকাল্লাহু খায়রান।
১৯
197610
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:০৫
চক্রবাক লিখেছেন : ভালো লাগলো পিলাচ পিলাচ পিলাচ !!
২৭ মার্চ ২০১৪ সকাল ০৮:০০
148449
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহুখায়রান।
২০
201781
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০২
সুমাইয়া হাবীবা লিখেছেন : বুদ্ধিমানদের জন্যই রয়েছে নিদর্শন।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০৩
151520
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহুখায়রান।
২১
208532
১৬ এপ্রিল ২০১৪ রাত ১২:২২
আহ জীবন লিখেছেন : মহাকাশের বিপদ গুলার কথা তো বললেন না। ভয়ঙ্কর সুন্দর বিপদজনক। ওই গুলাওঁ সৃষ্টিকর্তার সৃষ্টি।

আপনি উপলব্দি করার মত একটা পোস্ট কত কত কত ক্ষুদ্র আমরা!!!!!!!!
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৫
157228
ইমরান ভাই লিখেছেন : ওই সম্মন্ধ্যে আলোচনা করলে তো ব্যাপক হবে তাই এগুইনি। তবে সর্টকাট দেখিয়েছি পৃথিবী কত ক্ষুদ্র অবস্থানে আছে আর আমরা তার মাঝে ভাইরাস ব্যাকটেরিয়ার চেয়েও মনে হয় ক্ষুদ্র । সুবহানাল্লাহ।
জাজাকাল্লাহু খায়রান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File