কিছু হাদীস আপনার অজানা থাকলে দেখেনিন।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৬ মার্চ, ২০১৪, ০৫:২৭:১৫ বিকাল
আমাদের মাঝে অনেকে বলেন, আরে যা, জাহান্নামে গেলাম তাতে সমস্যা কি???
আমার মনে হয় তারা না জেনেই এই কথা বলেন কেননা তারা হয়তো জানেন না জাহান্নামের শাস্তির কথা? জাহান্নামের লোকদের অবস্থার কথা? তাই আমাদের উচিত মানুষদেরকে জাহান্নাম সম্মন্ধ্যে জানানো।
আপনি কি জানেন জাহান্নামীদের আকৃতি কেমন হবে????? আপনি যাদি ভেবে থাকেন ৬-৭ ফিট মানুষের মতো হবে তাহলে দেখুন নিচের হাদিস কি বলে???
========================================
আবু হুরায়রা (রা) সূত্রে রসূল (সা) হতে বর্ণিত। তিনি বলেন,(জাহান্নামে) কাফিরের দু’কাধের মাঝের দুরত্ব একজন দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের ভ্রমণপথের সমান হবে।
(হাদীস সহীহ: সহীহ আল বুখারী হা/৬৫৫১ জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়)
আমাদের মাঝে অনেকে বলেন, আরে যা, জাহান্নামে গেলাম তাতে সমস্যা কি??? আপনি যাদি ভেবে থাকেন ৬-৭ ফিট মানুষের মতো হবে তাহলে দেখুন নিচের হাদিস কি বলে???
=========================================
আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা) বলেছেন: কাফিরের এক একটি দাত হবে উহুদ পাহাড়ের সমান এবং শরীরের চামড়া হবে তিন দিনের সফরের দুরত্ব পরিমাণ মোটা।
(হাদীস সহীহ: মুসলিম হা/২৮৫১, মিশকাত হা/৫৬৭২, জাহান্নাম ও তার অধীবাসীর বণনা অধ্যায়)
জাহান্নামে মানুষের আকৃতি কেমন হবে? জানেন কি????
=======================================
=======================================
আবু হুরায়রাহ (রা) রসুল (সা) হতে বর্ণনা করেন, তিনি বলেন: জাহান্নামীদের মধ্যে কাফিরের শরীরের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা, দাত হবে উহুদ পাহাড়ের সমান এবং জাহান্নামে তার বসার স্থান হবে মক্কা-মদীনার মধ্যবর্তী ব্যবধান পরিমাণ বিস্তৃত।
(হাদীস সহীহ: তিরমিযী হা/২৫৭৭, মিশকাত হা/৫৬৭৫, জাহান্নাম ও তার অধীবাসীদের বর্ণনা অধ্যায়, আলবানী রহ. হদীসটিকে সহীহ বলেছেন, সহীহ আত তারগীব হা/৩৬৮২)
হাশরের মাঠ কেমন হবে? আপনি জানেন কি????
========================================
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
সাহল ইবনু সা’দ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা) বলেছেনঃ ক্বিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় যমীনের উপর একত্রিত করা হবে। তার মাঝে কারো কোন পরিচয়ের পতাকা থাকবে না।
(হাদীস সহীহঃ সহীহুল বুখারী হা/৬৫২১-বঙ্গানুবাদ, তাওহীদ পাবলিকেশন্স। মুসলিম হা/২৭৯০, মিশকাত হা/৫৫৩২)
বিষয়: বিবিধ
২৪৮৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
আল্লাহ আমাদের জান্নামের ভয়াবহতা হতে রক্ষা করুন।
মন্তব্য করতে লগইন করুন