বিশুদ্ধ হাসি হেসে যান একটু
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৯:২৪ রাত
ঘটনাটি অনেকেই হয়তো জানেন। তার পরেও যারা জানেনা তাদের জন্য একটু বিশুদ্ধ হাসি।
স্যার : তুমি বড়
হয়ে কি করবে?
ছাত্র : বিয়ে
স্যার :আমি বুঝাতে চাচ্ছি বড়
হয়ে তুমি কি হবে ?
ছাত্র : জামাই
স্যার :আরে আমি বলতে চাচ্ছি তুমি বড়
হয়ে কি পেতে চাও?
ছাত্র : বউ
স্যার : গাধা তুমি বড় হয়ে মা বাবারজন্য কি করবে।
ছাত্র : বউ
নিয়ে আসবো ।
স্যার : গর্দভ
তোমার বাবা মা তোমার
কাছে কি চায় ?
ছাত্র : নাতী নাতনী
স্যার : ইয়া খোদা..... তোমার
জীবনের
লক্ষ্য কি ?
ছাত্র : বিয়া
সংগ্রিহীত
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন